For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কে জমা করা হিসাব বহির্ভূত টাকার ৬০ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্র : সূত্র

ব্যাঙ্কে জমা পড়া হিসাব বহির্ভূত টাকার উপরে এবার ৬০ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : নোট বাতিলের সিদ্ধান্তের পরে এতদিনে ব্যাঙ্কে জমা পড়া হিসাব বহির্ভূত টাকার উপরে এবার ৬০ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

#NoteBan এর জের : মাত্র ৫০০ টাকায় বিয়ের অনুষ্ঠান মিটল সুরাটে

কালো টাকা ইস্যু : নোট বাতিলের পরে এবার গচ্ছিত সোনার উপরে হামলায় তৈরি কেন্দ্র!

সরকারের হিসাব বলছে, পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল হওয়ার পর থেকে জনধন যোজনার অধীনস্ত জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ২১ হাজার কোটি টাকা জমা পড়েছে। মনে করা হচ্ছে এর একটা বড় অংশ কালো টাকা।

ব্যাঙ্কে জমা করা হিসাব বহির্ভূত টাকার ৬০ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্র : সূত্র

যদিও কেন্দ্রের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে মন্ত্রিসভার গোপন বৈঠকে এমন কিছুই ঠিক হয়ে থাকতে পারে বলে মনে কার হচ্ছে। যদিও সংসদে তা নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি কেন্দ্র।

দুটি আলাদা ধরনের নতুন ৫০০ টাকার নোট ঘুরছে বাজারে, ছড়িয়েছে বিভ্রান্তি

পুরনো ৫০০ টাকার নোট এখনও ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলিতে

সূত্রের খবর, সমস্ত হিসাব বহির্ভূত টাকার উপরে কর বসিয়ে তা উদ্ধার করতে বদ্ধপরিকর কেন্দ্র। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে পুরনো টাকা লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে। সম্ভবত তারপরই আয়কর বিভাগ সমস্তকিছুর হিসাব করে তার উপরে বিপুল অংশে কর বসাবে।

গত ৮ নভেম্বর পুরনো নোট বাতিলের সিদ্ধান্তের পরে দুর্নীতিবাজদের শায়েস্তা করতে সরকারি তরফে অনেকগুলি ঘোষণা করা হয়েছে আড়াই লক্ষের বেশি টাকা ব্যাঙ্কে জমা করলেই আয়কর দফতরের কাছ থেকে চিঠি পৌঁছবে বলেও জানানো হয়েছে। এছাড়া সন্দেহজনক লেনদেনের উপরে নজর রাখার কথাও জানিয়েছে কেন্দ্র।

এর পাশাপাশি অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে রাখলে সর্বোচ্চ সাত বছরের জেলের কথাও আয়কর দফতর সূত্রে জানিয়ে রাখা হয়েছে। জনধন যোজনা অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকা জমা পড়েছে তার মধ্যে হিসাব বহির্ভূত টাকার পরিমাণ অনেকটাই। এমনটাই মনে করছে সরকার। আর সেজন্যই এই ধরনের অ্যাকাউন্টের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

English summary
Government Plans Nearly 60% Tax On Unaccounted For Deposits In Banks?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X