For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালো টাকা ইস্যু : নোট বাতিলের পরে এবার গচ্ছিত সোনার উপরে হামলায় তৈরি কেন্দ্র!

কালো টাকা কারবারিরা করের টাকা লুকিয়ে সেই টাকায় সোনা কিনে নেন। ফলে সরকারের ঘরে করের ন্যায্য টাকা পৌঁছয় না। এবার এরকম সোনার মজুতকারীদের উপরেই হামলার প্রস্তুতি নিয়েছে কেন্দ্র।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : কালো টাকার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য আমজনতাকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, নোট বাতিলের পরবর্তী পদক্ষেপ হিসাবে এবার গচ্ছিত সোনার উপরে হামলা চালাতে চলেছে কেন্দ্র।

#NoteBan এর জের : মাত্র ৫০০ টাকায় বিয়ের অনুষ্ঠান মিটল সুরাটে

ব্যাঙ্কে জমা করা হিসাব বহির্ভূত টাকার ৬০ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্র : সূত্র

যদিও অসমর্থিত সূত্রে পাওয়া এই খবরে এখনও সিলমোহর দেয়নি কেন্দ্র। এই বিষয়ে মন্তব্য করতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রকও। গত সপ্তাহে গোল্ড প্রিমিয়াম একলাফে অনেকটা উপরে উঠে গিয়েছে।

কালো টাকা ইস্যু : নোট বাতিলের পরে এবার গচ্ছিত সোনার উপরে হামলায় তৈরি কেন্দ্র!

নোট বন্ধের পরে এবার সোনার আমদানিও সরকার বন্ধ করে দিতে পারে ভেবে বহু সোনার ব্যবসায়ী সোনা কিনে রেখেছেন। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার আমদানিকারক দেশ। বলা হয় দেশের সোনার চাহিদার এক তৃতীয়ংশই পূরণ হয় কালো টাকা লেনদেন করে।

দুটি আলাদা ধরনের নতুন ৫০০ টাকার নোট ঘুরছে বাজারে, ছড়িয়েছে বিভ্রান্তি

পুরনো ৫০০ টাকার নোট এখনও ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলিতে

কর ফাঁকি দেওয়া টাকায় সেই সোনার লেনদেন হয় বলে জানা গিয়েছে। অর্থাৎ ব্যবসায়ীরা করের টাকা লুকিয়ে সেই টাকায় সোনা কিনে নেন। ফলে সরকারের ঘরে করের ন্যায্য টাকা পৌঁছয় না।

কেন্দ্রীয় সূত্র জানাচ্ছে, এবার এই ধরনের সোনার মজুতকারীদের উপরেই হামলা করতে প্রস্তুতি নিয়েছে কেন্দ্র। আরও জানা গিয়েছে যে, কালো টাকার উপর হামলা হিসাবে বড় নোট বাতিল করে দেওয়ায় সোনার চোরাচালান অনেকটা বন্ধ হয়েছে।

English summary
Government may impose curbs on domestic gold holdings: Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X