For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল জেট এয়ারওয়েজের বিমান, আহত কয়েকজন যাত্রী

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল জেট এয়ারওয়েজ বিমান। ১৫৪ জন যাত্রীকে নিয়ে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গিয়ে প্রায় ৩৬০ ডিগ্রির পাক খেল বিমানটি। এই ঘটনা ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

পানাজি, ২৭ ডিসেম্বর : বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল জেট এয়ারওয়েজ বিমান। ১৫৪ জন যাত্রীকে নিয়ে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গিয়ে প্রায় ৩৬০ ডিগ্রির পাক খেল বিমানটি। এই ঘটনা ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।[রানওয়েতে মুখোমুখি চলে এসেছিল ইন্ডিগো-স্পাইসজেট বিমান, একটুর জন্য রক্ষা]

মঙ্গলবার সকালে, গোয়ার ডেবোলিম বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের বের করে আনা হয়। যাত্রীদের বের করে আনার সময় জনা পনেরো ছাত্রীর হাল্কা চোটও লাগে।

পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল জেট এয়ারওয়েজের বিমান, আহত কয়েকজন যাত্রী

কয়েকজনের হাড় ভেঙেছে বলেও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। বিমানটির একটি অংশ রানওয়ের বাইরে চলে আসে। কিছুক্ষণের জন্য বিমানবন্দরে বিমান ওঠা নামা বন্ধ রাখা হয়েছিল।

জেট এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রী ও ক্রু সদস্যকে সুরক্ষিতভাবে বিমান থেকে বের করে আনা হয়েছে। আহতদের মেডিক্যাল টিম দেখভাল করছে। তবে কারোর চোটই গুরুতর নয়।

পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল জেট এয়ারওয়েজের বিমান, আহত কয়েকজন যাত্রী

দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের মুম্বইয়ের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বিমান সংস্থার তরফে।

English summary
A Jet Airways flight with 161 people on board veered off the runway at Dabolim airport in Goa while aligning for take off to Mumbai early today, with 15 passengers suffering "minor" injuries during evacuation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X