For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) কাঁচের ছাদ থেকে জিপিএস : রেলের নতুন কোচের একঝলক

বিশাখাপত্তনম থেকে আরাকু পর্যন্ত একটি নতুন কোচের সূচনা করেন প্রভু। এই কোচে আধুনিক সমস্ত সুবিধার পাশাপাশি অন্দরসজ্জাতেও নজর দেওয় হয়েছে।

Google Oneindia Bengali News

বিশাখাপত্তনম, ১৭ এপ্রিল : রেলমন্ত্রী সুরেশ প্রভু রবিবারদিন উন্নত পরিষেবাযুক্ত দুটি ভিন্ন ট্রেনের উদ্বোধন করলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সদন থেকেই এই ট্রেন দুটির সুচনা করা হয়।

প্রভু ভারতীয় জনতা দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে যোগ দিতে ওড়িশা যান। সেখান থেকেই মহারাষ্ট্রের সিন্ধুদূর্গে লাইফ লাইন এক্সপ্রেসের সূচনা করেন। এই ট্রেনটি দুঃস্থ রোগীদের জন্য উপকারি হবে বলে জানান তিনি।

পাশাপাশি বিশাখাপত্তনম থেকে আরাকু পর্যন্ত একটি নতুন কোচের সূচনা করেন। এই কোচে আধুনিক সমস্ত সুবিধার পাশাপাশি অন্দরসজ্জাতেও নজর দেওয় হয়েছে।

নতুন এই কোচের ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করে কেলমন্ত্রী। ছবিগুলি একঝলকে দেখে নেওয়া যাক।

যাত্রী স্বাচ্ছন্দ্য

যাত্রী স্বাচ্ছন্দ্য

মন্ত্রী জানিয়েছেন, এই কোচে কাঁচের ছাদ, এলইডি লাইট, ঘূর্ণীয়মান আসন, জিপিএস পরিষেবা রয়েছে।

আধুনিক মান

আধুনিক মান

এই কোচে যাত্রীরা নিজেদের যাত্রা আরও উপভোগ করবেন।

টুইটারে ঘোষণা

টুইটারে ঘোষণা

নিজের টুইটার হ্যান্ডেলে এই ছবিগুলি শেয়ার করে প্রভু বলেন, "ভিস্তাডোম কোচের ছবি শেয়ার করতে গিয়ে আমি আনন্দিত বোধ করছি। এই কোটে কাঁচের ছাদ, এলইডি লাইট, ঘূর্ণীয়মান আসন, জিপিএস পরিষেবা রয়েছে।"

ভিডিও কনফারেন্সে সূচনা

ভিডিও কনফারেন্সে সূচনা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সদন থেকেই এই কোচটির সুচনা করেন সুরেশ প্রভু।

English summary
Glass Roof To Rotatable Seats: Here's A Peek Into Indian Railways' New Coaches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X