For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ফটোফিচার) কাশ্মীর: আফস্পা-র পুরো মাত্রায় প্রয়োগ চাইছে সেনা, কী বলছেন প্রতিরক্ষামন্ত্রী ?

ক্রমাগত অশান্তি ছড়াতে থাকা কাশ্মীরের পরিস্থিতি সামলাতে এবার একধাপ এগিয়ে হাঁটতে চাইছে ভারতীয় সেনা।

  • |
Google Oneindia Bengali News

ক্রমাগত অশান্তি ছড়াতে থাকা কাশ্মীরের পরিস্থিতি সামলাতে এবার একধাপ এগিয়ে হাঁটতে চাইছে ভারতীয় সেনা। সেক্ষেত্রে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে , কাশ্মীর জুড়ে সম্পূর্ণ আফ্সপা -এর অন্তর্গত থেকে স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। এছাড়াও বেশ কিছু চাহিদা রয়েছে ভারতীয় সেনার।

এদিকে, কাশ্মীরের প্রবেশ করে ২ ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করার মতো বর্বরোচিত ঘটনার পর , পাকিস্তানে ঢুকে যেকোনও রকমের জবাব দেওয়ার জন্ সেনাকে প্রস্তুত থাকার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। সবমিলিয়ে গোটা পরিস্থিতিতে একবার নজর দেওয়া যাক।

কাশ্মীরে শান্তি ফেরাতে সেনার চাহিদা

কাশ্মীরে শান্তি ফেরাতে সেনার চাহিদা

জম্মু ও কাশ্মীরের স্থানীয়দের মধ্যে ছড়াতে থাকা সন্ত্রাসের বীজকে উপড়ে ফেলতে, কেন্দ্রের কাছে একাধিক দাবি জানিয়েছে ভারতীয় সেনা। তার মধ্যে প্রথমত হল , সোস্যাল মিডিয়ায় আরও বেশি করে কাশ্মীরিদের কাছে পৌঁছতে হবে। এর জন্য বিশেষ কিছু নীতিও গ্রহণ করতে চাইছে সেনা। আরও বেশি করে কাশ্মীরের মানুষের কাছে পৌঁছতে হবে বলেও দাবি সেনার। এগুলি ছাড়াও, কেন্দ্রের জম্মু ও কাশ্মীরে সম্পূর্ণ আফস্পা-এর অন্তর্গত থেকে কাজ করার চাহিদা জানিয়েছে সেনা।

কী এই আফস্পা ?

কী এই আফস্পা ?

AFSPA অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল অ্যাক্ট। যার মাধ্যমে সেনাকে বিশেষ ক্ষমতা দেওয়া হয় । এটি ভারতীয় সংসদ অনুমোদন করে থাকে। ভারতীয় ভূখণ্ডের মধ্যে যে সমস্ত জায়গায় অশান্তি রয়েছে, সেখানে এই অ্যাক্টকে লাগু করা যায়। উল্লেখ্য ১৯৯০ সাল থেকে উপত্যকায় লাগু রয়েছে এই আফস্পা। মূলত এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে স্বাভাবিক করতেই এই নিয়ম লাগু করা যায়। তবে জম্মু ও কাশ্মীরে আফস্পা পুরো মাত্রায় লাগু হওয়ার অনুমোদন এখনও দেয়নি কেন্দ্র।

উপত্যকার বিশেষ কিছু এলাকায় নজর সেনার

উপত্যকার বিশেষ কিছু এলাকায় নজর সেনার

সেনা মনে করছে গোটা উপত্যকা নয়, বরং কাশ্মীরে শান্তি ফেরাতে বেশ কয়েকটি জেলার উপর নজরদারি দরকার। এজন্য তারা সেরাজ্যের ৫ টি জেলাকে চিহ্নিত করেছে।

সেনাকে প্রতিরক্ষা দেওয়া দরকার

সেনাকে প্রতিরক্ষা দেওয়া দরকার

জঙ্গি দমনে একের পর এক সেনা অভিযানে ক্রমাগত হামলা চালাচ্ছে কিছু স্থানীয় কাশ্মীরি। তাতে সেনার অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে সেনা বাহিনীকে নিরাপত্তা দেওয়ারও প্রয়োজন রয়েছে। বিশেষত উপত্যকায় যারা পাথর ছুঁড়ে চলেছে সেনার ওপর , তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ভারতীয় সেনা। আর এই জন্যই AFSPA চাইছে সেনা।

প্রতিরক্ষামন্ত্রীর বার্তা...

প্রতিরক্ষামন্ত্রীর বার্তা...

কাশ্মীরে নিরীহদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতীয় সেনাকে প্রথমেই নির্দেশ দেন অরুণ জেটলি। পাশাপাশি, সীমান্ত পেরিয়ে যে কোনওরকম হামলার মুখের মতো জবাব দেওয়ার জন্য সেনাকে প্রস্তুত থাকতে বললেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। কিছুদিন আগে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক সেনা দুই ভারতীয় জওয়ানকে খুন করে তাঁদের মুণ্ডচ্ছেদ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী এ ধরনের হামলার কঠোর জবাব দিতে তৈরি থাকতে বললেন সেনাকে।

{promotion-urls}

English summary
Authority over the central armed police forces, a positive social media outreach programme and full protective cover under the Armed Forces Special Powers Act or AFSPA is what the Indian Army has sought in a bid to restore normalcy in Jammu and Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X