For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাত্রীর পোষা সারমেয় পছন্দ নয় পাত্রের, হোয়াটসঅ্যাপে বিয়ে বাতিল তরুণীর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৪ সেপ্টেম্বর : পাত্রীর-পাত্রীর বিয়ে ঠিক। তবে গোলযোগ বাধল পোষ্যকে ঘিরে। পাত্রের পছন্দ নয় পাত্রীর পোষা সারমেয় লুসি। সেকথা বলতেই স্যোশাল নেটওয়ার্কিং অ্যাপস হোয়াটসঅ্যাপের মাধ্যমে একেবারে সরাসরি বিয়ে ভেঙে দিলেন তরুণী। ['কোকাকোলা'য় চুমুক দিতেই সবচেয়ে ভালোবাসে এই ছাগল!]

পাত্রীর নাম করিশ্মা ওয়ালিয়া। তিনি দেখাশোনা করে বিয়ে করতে চলেছিলেন এক যুবকের সঙ্গে। যুবকটি দেখতে-শুনতে ভালো, কথাবার্তাও ভদ্রসভ্য। তবে করিশ্মা যখনই তাঁকে বললেন যে বিয়ের পরে তিনি নিজের পোষ্যকে নিয়েই শ্বশুরবাড়ি যাবেন তখনই বাঁধল গণ্ডগোল। [ম্যারাথনে উল্টো পথে দৌড়েও চ্যাম্পিয়ন হলেন এক রানার!]

পাত্রীর পোষ্য পছন্দ নয় পাত্রের, হোয়াটসঅ্যাপে বিয়ে বাতিল

পাত্র হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন, এটা করা ঠিক হবে না। নতুন বউয়ের সঙ্গে একই বিছানায় সারমেয়কে নিয়ে তিনি সংসার করতে পারবেন না। এমনকী সারমেয়র ব্যাপারে তাঁর মায়েরও অ্যালার্জি রয়েছে বলে পাত্র জানিয়ে দেন করিশ্মাকে। [জন্ম থেকে 'পার্লে জি' বিস্কুট ছাড়া আর কিছুই মুখে তোলেনি এই অষ্টাদশী!]

এসব হোয়াটসঅ্যাপে কথা হওয়ার সময়ই একেবারে সরাসরি বিয়ে ভেঙে দেন করিশ্মা। জানিয়ে দেন, বিয়ে ভেঙে যাওয়া তিনি মেনে নিতে পারেন তবে পোষ্যকে ছেড়ে যাওয়া তিনি মানতে পারবেন না। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]

এসবের পরে করিশ্মার মা-বাবা খানিক মেয়েকে বোঝালেও পরে তাঁরা বিষয়টি বুঝতে পেরে মেয়ের সঙ্গ দিয়েছেন বলে জানিয়েছেন করিশ্মা। তাঁর আরও দাবি, পাত্র এখনও মেসেজ করে বিষয়টি হালকা করতে আবদন জানিয়ে চলেছেন। তবে তাতে সাড়া দেননি করিশ্মা। কারণ তিনি পোষ্যকে সঙ্গে নিয়েই থাকতে চান। বিয়ে করলেও সঙ্গে নিয়ে যেতে চান প্রিয় লুসিকে।

English summary
Girl dumps match for rejecting pet through WhatsApp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X