For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকামীদের জন্য 'ম্যারেজ ব্যুরো' খুলল ভারতে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভদোদরা, ১৯ মার্চ : সমকামিতা নিয়ে নানা আলোচনা ও বিতর্ক চললেও এই ক্ষেত্রে ভারতের মতো দেশও যে সাহসী হয়ে উঠছে তার প্রমাণ মিলল এবার। সমকামীদের জন্য প্রথমবার ভারতে খুলে গেল একটি 'ম্যারেজ ব্যুরো'। [ভারতের প্রথম 'লেসবিয়ান' বিজ্ঞাপন]

এই 'ম্যারেজ ব্যুরো'-র মাধ্যমে সমকামী মানুষেরা নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন। অনাবাসী ভারতীয় বেনহুর স্যামসনের উদ্যোগে এটি খোলা হয়েছে। [ভারত পেল প্রথম 'রূপান্তরিত' কলেজ অধ্যক্ষা]

সমকামীদের জন্য 'ম্যারেজ ব্যুরো' খুলল ভারতে

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা বেনহুর স্যামসন নিজে একটি আন্তর্জাতিক মানের 'সারোগেসি এজেন্সি' চালান। এলজিবিটি (লেসবিয়ান-গে-বাই সেক্সুয়াল-ট্রান্সজেন্ডার) গোষ্ঠীর জন্যই মূলত এরা কাজ করেন। [ রূপান্তরকামীদের জন্য এবার আসছে 'জি-ট্যাক্সি'!]

এই গোষ্ঠীর বহু সদস্যদের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরই এমন একটি 'ম্যারেজ ব্যুরো' খোলার ভাবনা মাথায় আসে উদ্যোক্তার। এরপরই ব্যুরো খোলা হয়েছে। এবং জানা গিয়েছে, 'গে প্রিন্স' মানবেন্দ্র সিং গোহিলকে পরামর্শদাতা হিসাবে নিয়োগও করা হয়েছে। [দেশের প্রথম রূপান্তরকামী মহিলা সাব-ইনস্পেক্টর]

এর পাশাপাশি এই 'ম্যারেজ ব্যুরো' এজেন্সি কর্তৃপক্ষ আইনি বিষয়গুলি খতিয়ে দেখতে আইনজীবীও নিয়োগ করেছে। বিদেশিদের সঙ্গে সমকামী সম্পর্ক স্থাপন ও তারপর বিয়ে হলে যাতে বাইরে যেতে অসুবিধা না হয়, সেদিকটিও এই 'ম্যারেজ ব্যুরো' খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মাত্র মাসখানেক হয়েছে এই 'ম্যারেজ ব্যুরো' খোলা হয়েছে। ইতিমধ্যেই ২৫০ জনের বেশি মানুষ এই নিয়ে খোঁজখবর নিয়েছেন বা উৎসাহ দেখিয়েছেন। এর পাশাপাশি মোট ২৪ জন সমকামী মানুষ সঙ্গী খুঁজে দিতে অনুরোধও করেছেন।

English summary
India gets first marriage bureau for gay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X