For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাছ থেকে ঝরে পড়ছে বিয়ার, তা খেতেই হৈচৈ দিল্লি বিশ্ববিদ্যালয়ে

নিম-বিয়ারের স্বাদ পেতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের নির্দিষ্ট নিমগাছটিতে বাঁধা থাকছে বালতি। অনেকটা খেজুর গাছে হাঁড়ি বাঁধার মতোই ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ মার্চ : দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে এখন ভিড় জমছে নিম-বিয়ার পান করার জন্য। ভাবছেন নিম-বিয়ার কী ? তাহলে জানিয়ে রাখি বিশ্ববিদ্যালয় চত্বরের নর্থ ক্যাম্পাসের এক নিম গাছ থেকে গলে পড়ছে অদ্ভুত এক তরল। যার গন্ধ অনেকটাই মদের মতো। সেই তরলই এখন পরিচিত 'নিম-বিয়ার' হিসাবে।[দিয়া মির্জার এই পোশাক আসলে কী দিয়ে তৈরি? জানলে চোখ কপালে উঠবে!]

নিম বিয়ারের স্বাদ পেতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের নির্দিষ্ট ওই নিমগাছটিতে বাঁধা থাকছে বালতি। অনেকটা খেজুর গাছে হাঁড়ি বাঁধার মতোই ঘটনা। সবচেয়ে বড় বিষয়, এর চাহিদা এখন অভিজাত মদের চেয়েও বেশি, কারণ এটি পাওয়া যাচ্ছে বিনামূল্যে।এমনটাই তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে সংবাদপত্র 'হিন্দুস্তান টাইমস'।[কোটার বাসিন্দার গলব্লাডার থেকে উদ্ধার ৫,০৭০টা পাথর, অস্ত্রোপচারে ৩০ মিনিট, পাথর গুনতে ২ ঘন্টা]

গাছ থেকে ঝড়ে পড়ছে বিয়ার, তা খেতেই হৈচৈ দিল্লি বিশ্ববিদ্যালয়ে

২০১৬ সালের নভেম্বর মাস থেকেই এই নিমগাছ থেকে সাদা এক ধরণের তরল পদার্থ গড়িয়ে পড়ছে বলে খবর। যে তরলের গন্ধ মদের মতো বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক মালি। তবে এই তরলের স্বাদ একটু তেঁতো ধরণের। অনেকেরই মত, এই পানীয় পান করে তাঁদের নেশা হয়েছে।[২ বছরের গর্ভাবস্থার পরে ছাগলের জন্ম দিলেন মহিলা! চাঞ্চল্য নাইজেরিয়ায়]

অনেক পরিবেশবিদের মতেই এই ধরণের তরল নিমগাছ থেকে গড়িয়ে পড়ার ঘটনা প্রথমবার দেখা যাচ্ছে দিল্লির মতো জায়গায়। জানা গিয়েছে, গাছটির কাছে গেলেই পাওয়া যাচ্ছে এক অদ্ভুত গন্ধ। মনে করা হচ্ছে গাছ থেকে যেহেতু এই তরল পড়ছে, তাই এই তরল বহু ভেষজ গুণে সমৃদ্ধ হবে।[সন্তানের জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ পুরুষ]

বিজ্ঞানীদের মতে এরকম ধরণের এক ঘটনা বহু বছর আগে বারাণসীতেও ঘটে। সেখানে যে তরল পাওয়া যায় তাতে অ্যাসপিরিন জাতীয় পদার্থ মেলে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সব মিলিয়ে এখন এই তরল ঘিরে বেশ হৈচৈ দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে।

English summary
Now drink to your life! Get a swig of “neem beer” in the shade of a therapeutic tree on Delhi University’s North Campus, which is keeping poor tipplers high and hydrated for the past four months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X