For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি রেট চূড়ান্ত করল কেন্দ্র, রাখা হল মোট চারটি ধাপ

অন্তত ৫০ শতাংশ পণ্যের ক্ষেত্রে কোনও কর নেওয়া হবে না। ৫ শতাংশ কর নেওয়া হবে এমন দ্রব্যের উপরে যা বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এছাড়া ১২ ও ১৮ শতাংশ করের ধাপও থাকছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ নভেম্বর : মোট চারটি ধাপে জিএসটি রেট চূড়ান্ত করল জিএসটি কাউন্সিল। ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে কর ধার্য করা হয়েছে। এদিন কাউন্সিল দিল্লিতে দু'দিনের বৈঠকে বসে। জিএসটিতে কর ব্যবস্থা কীভাবে নির্ধারণ করা হবে সেই বিষয়ে। [এই বিশেষ উপায়ে রাজ্যগুলি জিএসটি বিল পাশ করাবে!]

এরপরই কেন্দ্রের পরামর্শ মেনে জিএসটি রেট চূড়ান্ত করল কেন্দ্র। চারটি ভাগে জিএসটি রেট চূড়ান্ত করার পরই তা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। [জিএসটির ফলে কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে]

জিএসটি রেট চূড়ান্ত করল কেন্দ্র, করা হল মোট চারটি ধাপ

জানানো হয়েছে, অন্তত ৫০ শতাংশ পণ্যের ক্ষেত্রে কোনও কর নেওয়া হবে না। ৫ শতাংশ কর নেওয়া হবে এমন দ্রব্যের উপরে যা বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এছাড়া ১২ ও ১৮ শতাংশ করের ধাপও থাকছে। [জিএসটি বিল পাশে কোন দুই বাঙালির অবদান সবচেয়ে বেশি জানেন কি?]

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, যে সমস্ত পণ্যে কর ৩০-৩১ শতাংশ নেওয়া হতো তা কমে ২৮ শতাংশে এসে দাঁড়াবে। অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে যেমন করের পরিমাণ কম রাখা হয়েছে তেমনই বিলাসবহুল গাড়ি, তামাক, বিভিন্ন ধরনের পানীয়ের ক্ষেত্রে আলাদা সেস যোগ করে রাজ্যগুলির ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা হবে। [জিএসটি বিল নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন একনজরে]

জিএসটি বলবৎ হলে রাজ্যগুলির যে ক্ষতি হবে তা পুষিয়ে দিতে বছরে অন্তত ৫০ হাজার টাকা প্রয়োজন হবে যা কেন্দ্র যোগান দেবে। আপাতত প্রথম পাঁচ বছর রাজ্যগুলিকে জিএসটি সংক্রান্ত কোনও আর্থিক বোঝা বইতে না হয় তা কেন্দ্র নিশ্চিত করবে বলেও আগেই জানানো হয়েছে।

এর আগে কেন্দ্রের তরফে জিএসটি করের ধাপ ৬, ১২, ১৮ ও ২৬ শতাংশ হিসাবে ধার্য করা হয়েছিল। তবে শেষপর্যন্ত জিএসটি কাউন্সিল নতুন রেটই বেছে নিয়েছে।

English summary
Four-tier GST rate structure finalised between 5 and 28 per cent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X