For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রখ্যাত বিজ্ঞানী ও ইসরোর প্রাক্তন প্রধান ইউ আর রাও-এর জীবনাবসান

ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর প্রাক্তন প্রধান ও বিশ্ববন্দিত বিজ্ঞানী ইউআর রাও প্রয়াত।

Google Oneindia Bengali News

ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর প্রাক্তন প্রধান ও বিশ্ববন্দিত বিজ্ঞানী ইউআর রাও প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার রাত ২:৩০ নাগাদ তাঁর জীবনাবসান হয়।

প্রখ্যাত বিজ্ঞানী ও ইসরোর প্রাক্তন প্রধান ইউ আর রাও-এর জীবনাবসান

এর আগে, হৃদরোগে আক্রান্ত হয়ে বহুদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ইসরোর একাধিক বিশ্বমানের প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ভারতের প্রথম স্যাটালাইট আর্যভট্টর নেপথ্য নায়ক ছিলেন ইউ আর রাও তথা উদুপি রামচন্দ্র রাও। কর্ণাটকের উদুপির আদামপুর গ্রামে তাঁর জন্ম হয় ১৯৩২ সালে।

সাম্প্রতিককালে তিনি , ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়ান্স অ্যান্ড টেকনোলজি থিরুবন্তপুরমের আচার্য পদে অধিষ্ঠিত ছিলেন। এবছরের জানুয়ারি মাসে , ইউ আর রাওকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। এছাড়ও একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষতি হন তিনি। তাঁর মেধাকে সম্মান জানিয়েছে বিশ্বের প্রায় ২৫ টি নামিদামি বিশ্ববিদ্যালয়।

English summary
Professor U R Rao renowned space scientist passed away at Bengaluru today. He was 85. Rao the former ISRO chief and the man behind India's first satellite Aryabhatta passed away at around 2.30 am on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X