For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশেল ওবামার অভ্যর্থনায় একশোরও বেশি হাতে বোনা বেনারসী শাড়ি

Google Oneindia Bengali News

বারাণসী, ২৫ জানুয়ারি : আজই তিনদিনের ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। সঙ্গে আসছেন তাঁর স্ত্রী মিশেল ওবামাও। আর তাঁদেরই অপেক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রের বুনন শিল্পীরা। খালি হাতে নয়, ওবামা পত্নীর জন্য তাদের উপহার একশোরও বেশী বেনারসী শাড়ি।

আরও পড়ুন : বাতিল হল ওবামার তাজমহল সফর

আরও পড়ুন : ওবামার সফরে হামলা হলে কড়া ব্যবস্থা, পাকিস্তানকে মার্কিন হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধেই এই বিশেষ বেনারসী শাড়ি গুলি তৈরি করেছেন শিল্পীরা। এই শাড়িগুলির মধ্যে একটি শাড়ি রয়েছে যাতে আসল সোনা ও রূপোর জরির কাজ করা হয়েছে। ওই একটি শাড়িরই দাম ১.২৫ লক্ষ টাকা।

মিশেল ওবামার অভ্যর্থনায় একশোরও বেশি হাতে বোনা বেনারসী শাড়ি

গত নভেম্বরেই প্রধানমন্ত্রী বুনন শিল্পীদের ই-কমার্স এর সহায়তায় বিশ্ববাজারে পৌছনোর পরামর্শ দিয়েছিলেন। তিনি এও জানিয়েছিলেন এই শিল্পের বিশ্বায়নের জন্য আধুনিক কৌশল-এর প্রয়োজন।

নরেন্দ্র মোদী, বুনন শিল্পীদের বলেছিলেন, "প্রত্যেক মা বিয়ের দিন মেয়েকে বেনারসী শাড়িতে দেখতে চান। আগামী কয়েক বছরে ২০ কোটি মেয়ের বিয়ে হবে। তখন ২০ কোটি শাড়ির প্রয়োজন হবে। এই শিল্পের পরিধি এতটাই বড়। বাজার বিস্তার করতে চাইলে উৎপাদনও বাড়াতে হবে। পাশাপাশি পণ্যের গুণগত মান বাড়াতে হবে, শাড়ির ডিজাইন আরও ভাল করতে হবে, পরিষেবা উন্নত করতে হবে।"

৪০,০০০ বেনারসী বুনন শিল্পীদের মধ্যে অধিকাংশই মুসলিম যারা এই ঔতিহ্যবাহী শাড়ি বুননের সঙ্গে যুক্ত। বংশপরম্পরায় এই কাজ করে আসছেন তারা। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন এই ব্যবসাকে উজ্জীবিত কতে আধুনিক কৌশল, ব্র্যান্ডিং, ডিজাইন, এবং প্রচারের ক্ষেত্রে সবরকমের সাহায্য করবেন।

English summary
For Michelle Obama From PM Modi's Constituency, Over 100 Banarasi Saris
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X