For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বানভাসি বারাণসীতে বাড়ির ছাদকে শ্মশানঘাট বানিয়ে চলছে শেষকৃত্য

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বারাণসী, ২৩ অগাস্ট : উত্তরপ্রদেশের বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাট আজ বানভাসি। বন্যার জলে বিখ্যাত ঘাটগুলি ডুবে গিয়েছে। গঙ্গার জল ভাসিয়ে দিয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকা। আর তাই বাধ্য হয়ে ঘাটের পাশের বাড়ির ছাদে সারতে হচ্ছে শেষকৃত্য। [দোকানের সামনে ভিড় এড়াতে এবার অনলাইনে মদ বিক্রি হবে ভারতের এই রাজ্যে!]

বাড়ির ছাদকেই শ্মশান বানিয়ে সেখানেই চলছে শবদাহের কাজ। এরপরে ছাই ভাসিয়ে দেওয়া হচ্ছে গঙ্গার জলে। এভাবেই বানভাসি বারানসীর মণিকর্ণিকা ঘাটে বাড়ি ছাদ হয়ে উঠেছে আস্ত শ্মশান। [দেড় বছরের শিশুর ওজন ২২ কেজি!]

বানভাসি বারাণসীতে বাড়ির ছাদকে শ্মশানঘাট বানিয়ে চলছে শেষকৃত্য

উত্তরপ্রদেশের উত্তর অংশে বন্যা ভয়াবহ আকার নেওয়ায় অন্তত ১ লক্ষ লোক ঘরছাড়া হয়েছেন। বিহারেও প্রায় একই অবস্থা চলছে। যে সব জায়গায় নদী সরু হয়ে গিয়েছে, তার চারপাশ ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যার জলে। দুটি রাজ্য মিলিয়ে বহু মানুষ প্রাণও হারিয়েছেন। [বিহারে সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!]

উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র শৈলেন্দ্র পাণ্ডে জানান, গঙ্গার ঘাটগুলি সব ডুবে যাওয়াতেই পুরনো বিভিন্ন বিল্ডিং বা হাভেলির ছাদকে বেছে নিয়ে তার উপরে শব দাহ করার কাজ করা হচ্ছে। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]

বিভিন্ন জায়গায় এর আগে লোকজন একটু শুকনো দেখলেই সেখানে শব দাহ করে দিচ্ছিলেন। সেটা আটকাতে গঙ্গার ঘাটেই পুরনো বাড়ির ছাদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানেই বানভাসি বারাণসীতে নির্দ্বিধায় চলছে শেষকৃত্য।

English summary
Flooding In Varanasi Forces Cremations To Move From Ghats To Roof-Tops
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X