For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে যেকোনও ভাষার পোস্ট এবার পড়া যাবে সহজেই, জেনে নিন কীভাবে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে বড় স্যোশাল মিডিয়ার মঞ্চ হল ফেসবুক। এতে কারও কোনও দ্বিমত নেই। সবচেয়ে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং হিসাবে এর গ্রাহক সংখ্যা প্রায় ১৬৫ কোটির মতো। [অ্যাকাউন্ট না থাকলেও ইন্টারনেটে আপনার সমস্ত পদক্ষেপে নজর রাখবে ফেসবুক]

এতবড় একটি নেটওয়ার্কিংয়ে যাতে আরও বেশি করে এক গ্রাহকের সঙ্গে অপরকে যুক্ত করা যায় তার প্রচেষ্টা বেশ কিছুদিন হল ফেসবুক শুরু করেছে। ফেসবুককে এই বিশ্বজনীন করে তোলার প্রচেষ্টার অঙ্গ হিসাবে এবার বিভিন্ন ভাষার মানুষকে এক ছাতার তলায় আনার প্রচেষ্টা শুরু হয়েছে। [টাকা জোগাতে ফেসবুকে যৌনদাসীদের নিলাম আইএসআইএসের]

ফেসবুকে যেকোনও ভাষার পোস্ট এবার পড়া যাবে সহজেই, জানুন কীভাবে

এর মাধ্যমে বিশ্বের অন্য অনেক ভাষায় লেখা ফেসবুক পোস্ট আপনি সহজেই নিজের পরিচিত ভাষায় অনুবাদ করা অবস্থায় পড়তে পারবেন। এর ফলে বিশ্বের যেকোনও প্রান্তের প্রচলিত ভাষায় লেখা পোস্টের অর্থ বোঝা অনেক সহজ হবে। এবং দূরদূরান্তে বসেও অনেকে আপনার ভাষায় না জানলেও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সহজেই। [ফেসবুকে আপনার প্রতিটি পোস্টে নজর রয়েছে আইএস জঙ্গিদের!]

যে বৈশিষ্ট্যটি ফেসবুক আনতে চলেছে তার মাধ্যমে ফেসবুককে আরও বিশ্বজনীন করে তোলা যাবে সহজেই। নিজের জানা ভাষায় বাইরেও অন্য ভাষায় লেখা পোস্টের অর্থ জানা যাবে। [ফেসবুকে প্রতারিত হচ্ছেন তা বোঝার সহজ উপায়]

যে সফটওয়্যারটি আমদানি করা হয়েছে তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার পোস্টটি অনুবাদ হয়ে যাবে। ফলে অন্য ভাষার মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে। আপাতত মোট ৪৫টি ভাষায় এই অনুবাদ করা যাবে বলে জানা গিয়েছে।

আপাতত পরীক্ষামূলক অবস্থায় রয়েছে ফেসবুকের নয়া সফটওয়্যারটি। একটি ছোট গোষ্ঠী তৈরি করে তার মধ্যেই এই পরীক্ষা চলছে। সেখানে সবকিছু নিশ্চিত হওয়ার পরই সমস্ত ফেসবুক গ্রাহক এই সুবিধা পাবেন। এছাড়া বাণিজ্য়িক দিক থেকেও এই পদক্ষেপ ফলপ্রসু হবে বলে মনে করা হচ্ছে।

English summary
Facebook now plans to let you post in multiple languages
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X