For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে মদের আইন ভাঙায় জরিমানা গোটা গ্রামের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিহারশরিফ, ৯ আগস্ট : মদ্যপাননিরোধ আইন লঙ্ঘন করার খেসারত দিতে হল গোটা কৈলাসাপুরী গ্রামকে। আইন না মানায় মিলিত শাস্তি দিতে নজিরবিহীনভাবে প্রত্যেক বাড়িপিছু ৫০০০ টাকা জরিমানা আরোপ করল জেলা প্রশাসন। [(ছবি) মদ্যপানে আসক্তি? মদ ছাড়তে সাহায্য করবে এই ৬টি ঘরোয়া টোটকা!]

জেলাশাসক ত্যাগরঞ্জন এসএম জানিয়েছেন, গ্রামের মোটে ৫০টি বাড়ির সবকটিতেই এই জরিমানা আরোপ করা হয়েছে। প্রসঙ্গত ইসলামপুর ব্লকের এই গ্রামে কিছুদিন আগে বেশকিছু মদের বোতল উদ্ধার করা হয়েছিল। [নিয়ন্ত্রিত মদ্যপানের কী কী উপকারিতা আপনি কি জানেন?]

বিহারে মদের আইন ভাঙায় জরিমানা গোটা গ্রামের!

৫ এপ্রিল থেকে বিহারে মদ নিষিদ্ধ করা হয়েছিল। নালন্দার প্রশাসনিক কর্তারা বারবার গ্রামবাসীদের কাছে আইন মেনে চলার অনুরোধ করেছেন। যাতে মদ থেকে তারা দুরে থাকেন তার জন্যও বারবার অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু তবু এলাকায় মদের ব্যবসা রমরমিয়েই চলছিল। [বিহারে নিষিদ্ধ মদ : নেশার অভাবে অসুস্থ ৭৫০, নেশার আশায় কেউ খেল সাবান, কেউবা পেনকিলার!]

এই প্রথম ও শেষবার নয়, এর পরেও যদি গ্রামের কেউ বা একদল মানুষও এই আইন লঙ্ঘন করে তাহলে আবারও গোটা গ্রামের উপর জরিমানা আরোপ করা হবে বলেও প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। জেলাশাসকের কথায়, নিয়ম অনুযায়ী, কেউ যদি এই আইন লঙ্ঘন করে তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যেতে পারে। [ ৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!]

১ এপ্রিল থেকে ৭ আগস্ট পর্যন্ত নালন্দা থেকে ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০৮৩ লিটার দেশি মদ এবং ১৫২৭ লিটার বিদেশি মদ (যা ভারতেই তৈরি করা হয়), ৬ লিটার বিয়ার এবং ১০৯ লিটার তাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের তরফে জানানো হয়েছে। [অ্যালকোহলের 'হ্যাঙ্গওভারে' এই খাবারগুলিকে বলুন 'না']

English summary
Entire village fined for liquor law violation in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X