For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার বিধানসভা ভোট: ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় পাকড়াও নীতীশের মন্ত্রী!

  • |
Google Oneindia Bengali News

পাটনা, ১২ অক্টোবর : আজ সোমবার থেকে শুরু হয়েছে বিহার বিধানসভার পাঁচ দফার ভোটগ্রহণ। এদিন প্রথম দফায় মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলল। ভোট পড়ল ৫৭ শতাংশ। যা আগের বারের চেয়ে ৬.১৫ শতাংশ বেশি।

তবে এদিন নির্বাচনের শুরুতেই জোর ধাক্কা খেল বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো নীতীশ কুমারের জোট। একটি স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, এপি কুশওয়াহা নামে নীতীশের একজন ক্যাবিনেট মন্ত্রী ঘুষ নিচ্ছেন।

বিহারে শুরু বিধানসভা ভোট, ঘুষ নিয়ে পাকড়াও নীতীশের মন্ত্রী!

এই ঘটনার পরই তিনি পদত্যাগ করলেও বিতর্ক থামছে না। ক্যামেরায় দেখা যাচ্ছে, তিনি মোট ৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। এই অভিযোগ ওঠাতে তিনি নীতীশ কুমারের সঙ্গে আলোচনার পরই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে কুশওয়াহা জানিয়েছেন।

জেডিইউ সভাপতি শরদ যাদবের আরও বক্তব্য, কুশওয়াহার পদত্যাগপত্র গ্রহণ করে তা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে দলের তরফে জানানো হয়েছে, কুশওয়াহা এই বিধানসভা ভোটে তাঁর নিজের আসন পূর্ব চম্পারন জেলা থেকে লড়তে পারবেন না। সেখানে দল অন্য কাউকে দাঁড় করাবে।

ওয়াকিবহাল মহলের মতে, এমনিতেই মোদী হাওয়ায় উল্টো খাতে বইতে শুরু করেছে নীতীশের নৌকা। যদি তার উপরে এসব ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে গদি বাঁচিয়ে রাখাই দায় হবে নির্বাচন শেষে।

English summary
Embarrassment for Nitish Kumar! JD(U) minister caught on camera taking bribe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X