For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটারদের কোটি কোটি টাকা ঘুষ, তামিলনাড়ুর আরকে নগর উপনির্বাচন বাতিল করল নির্বাচন কমিশন

ভোটারদের কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠায় তামিলনাড়ুর আরকে নগরের উপনির্বাচন বাতিল করল ভারতের নির্বাচন কমিশন। রবিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ১০ এপ্রিল : ভোটারদের কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠায় তামিলনাড়ুর আরকে নগরের উপনির্বাচন বাতিল করল ভারতের নির্বাচন কমিশন। রবিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তামিলনাড়ুর রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে তার আগে এই অভিযোগের প্রেক্ষিতে দফায় দফায় আলোচনা চালায় নির্বাচন কমিশন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তামিলনাড়ুর আরকে নগর উপনির্বাচন বাতিল করল নির্বাচন কমিশন

আগামী জুন মাসে এই কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।বলা হয়েছে, তামিলনাড়ুতে ভোটপ্রার্থী ও রাজনৈতিক দলগুলি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ কাজে জড়িয়েছেন। ভোটারদের ভোট কিনতে ঘুষ দেওয়া হচ্ছে। টাকা অথবা মূল্যবান সামগ্রী কিনে দেওয়া হচ্ছে যাতে তাদের পক্ষে ভোট পড়ে।

শশীকলা নটরাজনের পক্ষের প্রার্থী টিটিভি দিনাকরণের দলের বিরুদ্ধে অভিযোগ তাঁরা মোট ৮৯ কোটি টাকা ঘুষ দিয়েছেন ভোটারদের। ভোটার প্রতি ৪ হাজার টাকা করে ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগ ওঠার পরই নির্বাচন কমিশন সবদিক খতিয়ে দেখে উপনির্বাচন আপাতত স্থগিত রেখেছে।

English summary
Election Commission cancels Tamil Nadu Assembly bypoll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X