For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল : গুরুত্বপূর্ণ বিষয়গুলি একনজরে

মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি আজ, সাংবাদিক বৈঠকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ও নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশের দিন ঘোষণা করলেন। এদিবের বৈঠকে উল্লেখযোগ্য বিষয়গুলি দেখে নেওয়া যাক একনজরে।

Google Oneindia Bengali News

মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি আজ, সাংবাদিক বৈঠকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ও নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশের দিন ঘোষণা করলেন। এদিবের বৈঠকে উল্লেখযোগ্য বিষয়গুলি দেখে নেওয়া যাক একনজরে।

নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল : গুরুত্বপূর্ণ বিষয়গুলি একনজরে

১. পাঁচ রাজ্যের নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ১১ মার্চ।

২. সাত দফায় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন হতে চলেছে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নির্বাচন চলবে ৮ মার্চ পর্যন্ত

রথম দফা নির্বাচন : ১১ ফেব্রুয়ারি
দ্বিতীয় দফার নির্বাচন : ১৫ ফেব্রুয়ারি
তৃতীয় দফার নির্বাচন: ১৯ ফেব্রুয়ারি
চতুর্থ দফা নির্বাচন: ২৩ ফেব্রুয়ারি
পঞ্চম দফার নির্বাচন : ২৭ ফেব্রুয়ারি
ষষ্ঠ দফার নির্বাচন : ৪ মার্চ
সপ্তম দফার নির্বাচন : ৮ মার্চ

৩. মণিপুরে দুদফায় নির্বাচন হবে।

প্রথম দফার নির্বাচন : ৪ মার্চ,
দ্বিতীয় দফার নির্বাচন : ৮ মার্চ

৪. উত্তরাখণ্ডে নির্বাচন ১৫ ফেব্রুয়ারি। এই রাজ্যে এক দফায় নির্বাচন হবে।

৫. পাঞ্জাব এবং গোয়ায় একইদিনে ৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এখানেও নির্বাচন হবে এক দফায়।

৬. পেইড নিউজ শনাক্ত করতে নির্বাচন কমিশনকে সাহায্য করবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তথা পিআইবি।

৭. কোনও রাজনৈতিক দলের কোনও টেলিভিশন চ্যানেল কোনও প্রার্থীর প্রচার করে তাতে কড়া নজর রাখবে কমিশন। প্রার্থীদের নির্বাচনী ব্যায়েও নজর রাখা হবে।

৮. উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের প্রার্থীদের ব্যয়সীমা ২৮ লক্ষ টাকা করে, আর মণিপুর ও গোয়ার প্রার্থীদের জন্য তা ২০ লক্ষ টাকা।

৯. আজকের বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের সাধারণ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে।

১০. একইসঙ্গে পাঁচ রাজ্যের নির্বাচন হবে।

১১. নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণ করতে প্রার্থী ও দলের নির্বাচনী ব্যয় নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

১২. দলগুলিকে প্লাস্টিক ব্যবহার না করার উপদেশ দেওয়া হয়েছে। লাউডস্পিকার এবং শব্দবাজির প্রয়োগে কোনও রকম উদ্দামতা থেকে দলগুলিকে বিরত থাকতে বলা হয়েছে।

১৩. মহিলাদের দ্বারা চালিত পোলিং স্টেশন গঠন করা হবে।

১৪. ১.৮৫ লক্ষ পোল বুথ থাকছে পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য।

১৫. প্রত্যেক পোলিং বুথে ভোটের পদ্ধতি, কী করণীয় এবং কী করা উচিত নয় তা সংক্রান্ত ৪টি পোস্টার লাগানো থাকবে।

১৬. কমিশন এই প্রথমবার আনছে সচিত্র ভোটার তালিকা। মোটামুটিভাবে ১০০ শতাংশ ভোটারেরই ভোটার ফটো আইডি কার্ড আছে।

১৭. গোপনীয়তা বজায় রাখতে ভোটিং চেম্বারের দেওয়ালের উচ্চতা বাড়িয়ে ৩০ ইঞ্চি করা হয়েছে।

১৮. ভোটের রোল প্রকাশিত হবে

গোয়া - ৫ জানুয়ারি
মণিপুর - ১২ জানুয়ারি
পাঞ্জাব - ৫ জানুয়ারি
উত্তরাখণ্ড - ১০ জানুয়ারি
উত্তরপ্রদেশ - ১২ জানুয়ারি

১৯. প্রত্যেক ভোটার পরিবারে রঙিন ভোটার গাইড বিতরণ করা হবে।

২০. প্রায় ১৬ কোটি ভোটার পাঁচ রাজ্যের ভোটে অংশ নিতে চলেছেন।

English summary
Election Commission announces dates for assembly polls: Key points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X