For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Demonetisation নিয়ে কী মতামত জানাল ইকোনমিক সার্ভে রিপোর্ট?

ইকোনমিক সার্ভে রিপোর্ট যা এদিন সংসদে পেশ করা হয়েছে তাতে কিন্তু নোট বাতিলের ঘটনার ইতিবাচকতাও তুলে ধরা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : নোট বাতিলের ঘটনায় গত বছরের শেষ দুটি মাস সারা ভারতে সামাজিক তথা অর্থনৈতিক প্রেক্ষাপটে বলতে গেলে ঝড় বয়ে গিয়েছে। তবে ইকোনমিক সার্ভে রিপোর্ট যা এদিন সংসদে পেশ করা হয়েছে তাতে কিন্তু নোট বাতিলের ঘটনার ইতিবাচকতাও তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, ২০১৭ সালের মার্চের মধ্যে নগদের যোগান স্বাভাবিক হয়ে গেলে ভারতীয় অর্থনীতি পুরনো ছন্দে ফিরে আসবে। ইকোনমিক সার্ভে রিপোর্ট বলছে, নোট বাতিলের ঘটনায় স্বল্পমেয়াদি ভোগান্তির পাশাপাশি দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনাও রয়েছে।

Demonetisation নিয়ে কী মতামত জানাল ইকোনমিক সার্ভে রিপোর্ট?

স্বল্পমেয়াদি ভোগান্তির মধ্যে যেমন রয়েছে নগদের যোগানের অপ্রতুলতা, জিডিপির স্বল্পমেয়াদি নিম্নগামী হওয়া তেমনই দীর্ঘমেয়াদি সুফলের মধ্যে রয়েছে ডিজিটাইজেশন বৃদ্ধি, কর ব্যবস্থায় স্বচ্ছ্বতা আসা, রিয়েল এস্টেটের দাম কমা, যার ফলে ট্যাক্স রাজস্ব কালেকশন ও জিডিপির বৃদ্ধি হতে পারে।

নোট বাতিলের ঘটনার পরে ডিজিটাল পদ্ধতি আগের চেয়ে অনেক বেশি গতি পেয়েছে। তবে নভেম্বরের পর থেকে নগদের যোগান ডিসেম্বরে এসে একেবারে অর্ধেকেরও নিচে নেমে গিয়েছে। তবে এপ্রিলের আগেই মনে করা হচ্ছে আগের অবস্থায় ফিরে আসা যাবে।

English summary
The Economic Survey points out that demonetisation would have both short-term costs and long-term benefits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X