For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে ভোট ৬ দফায়, শুরু ৪ এপ্রিল থেকে, শেষ ৫ মে, বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটগণনা ১৯ মে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ মার্চ : সাংবাদিক সম্মেলন শুরু হল নির্বাচন কমিশনের।

(Live)পশ্চিমবঙ্গে ভোট ৬ দফায়, শুরু ৪ এপ্রিল থেকে, শেষ ৫ মে, বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটগণনা ১৯ মে

  • পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও পদুচেরিতে ভোটের দিন ঘোষণা আজ
  • পাঁচ রাজ্যের ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে
  • পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ৬.৫৫ কোটি [নির্বাচন ২০১৬: প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, কামারহাটিতে লড়ছেন মদন মিত্র, কালিম্পং থেকে হরকাবাহাদুর ছেত্রী]
  • পশ্চিমবঙ্গে মোট পোলিং স্টেশনের সংখ্যা ৭৭,২৪৭
  • নোটার জন্য একটি চিহ্ন তৈরি করা হয়েছে।
  • ইভিএম মেশিনে থাকবে প্রার্থীদের ছবি
  • কোনওরকম অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না কমিশনের তরফে
  • অসম ও পশ্চিমবঙ্গের সমস্ত পোলিং স্টেশনে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নজর থাকবে।
  • আজ থেকেই লাগু নির্বাচনী বিধি।
  • প্রতি জেলায় ৫ জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকবে।
  • ভোটারদের নিরাপত্তায় মোবাইল বাহিনীর ব্যবহার করা হবে।
  • মোবাইল ফোর্সের গাড়িতে ব্যবহার করা হবে জিপিএস ব্যবস্থা, যাতে তারা কোথায় যাচ্ছে, অভিযোগ পাওয়ার পর সেখানে যাচ্ছে কি না তা ট্র্যাক করা হবে।
  • অসম - দু দফায় হবে ভোট। প্রথম দফায় ৬৫ বিধানসভা কেন্দ্র। মনোনয়নের শেষ দিন ১৮ মার্চ, স্ত্রুটিনি, ২০ মার্চ, মনোনয়ন তোলার শেষ দিন ২১ মার্চ। ৪ এপ্রিল সোমবার প্রথম দফা।দ দ্বিতীয় দফায় ৬১ বিধানসভার জন্য মনোনয়নের শেষ দিন ২১ মার্চ, মনোনয়ন তোলার শেষ দিন ২৬ মার্চ, তারিখ ১১ এপ্রিল, সোমবার।
  • পশ্চিমবঙ্গ - ৬ দফায় হবে ভোট, প্রথম দফা ১৮ টি বিধানসভা ভোটে, মনোনয়নের শেষ দিন ১৮ মার্চ, স্ত্রুটিনি, ১৯ মার্চ,নোনয়ন তোলার শেষ দিন ২১ মার্চ,
  • প্রথম দফায় ২ পর্যায়ে ভোট হবে
    ভোট ৪ এপ্রিল সোমবার ১৮টি আসনে হবে ভোটগ্রহণ
    ভোট, ১১ এপ্রিল সোমবার ৩১ টি আসনে হবে ভোটগ্রহণ
    দ্বিতীয় দফার ভোট ১৭ এপ্রিল রবিবার ৫৬ টি আসনে হবে ভোটগ্রহণ
    তৃতীয় দফার ভোট, ২১ এপ্রিল বৃহস্পতিবার ৬২ টি আসনে হবে ভোটগ্রহণ
    চতুর্থ দফার ভোট, ২৫ এপ্রিল সোমবার ৪৯ টি আসনে হবে ভোটগ্রহণ
    পঞ্চম দফার ভোট, ৩০ এপ্রিল শনিবার ৫৩ টি আসনে হবে ভোটগ্রহণ
    ষষ্ঠ দফার ভোট, ৫ মে বৃহস্পতিবার ২৫ টি আসনে হবে ভোটগ্রহণ
  • কেরলের ভোট হবে ১ দফায়। ১৬ মে হবে ভোটগ্রহণ
  • তামিলনাড়ুর ভোট হবে ১৬ মে।
  • পদুচেরির ভোট হবে ১৬ মে তামিলনাড়ু ও কেরলের সঙ্গে।
  • ভোটগণনা হবে ১৯ মে।
  • ২১ এপ্রিল চৌরঙ্গী, বেলেঘাটা, জোঁড়াসাঁকো, এন্টালি, শ্যামপুকুর, মানিকতলায় ভোটগ্রহণ হবে
  • কলকাতায় ভোটগ্রহণ হবে ২১ এপ্রিল ও ৩০ এপ্রিল।
  • টালিগঞ্জ, মহেশতলা, বজবজ এলাকায় ৩০ এপ্রিল।

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা আজই

নয়াদিল্লি, ৪ মার্চ : পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা আজই। বিকেল ৩টেয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল, পদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে বলে সূত্রের তরফে খবর।

সূত্রের খবর অনুযায়ী, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে তিন দফার বেশি ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটগ্রহণ হতে পারে ৬ দফায়। তবে অসম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হতে পারে এক বা দুই দফায়।

সূত্রের খবর, তামিলনাডু়তে ২২ মে এবং পশ্চিমবঙ্গে ২৯ মে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। অতএব ভোট গ্রহণ এবং ভোটের ফলপ্রকাশ এর আগেই করে ফেলতে হবে। সেই কারণে এপ্রিলের শেষের দিকে পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরুর সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের তরফে জানানো হয়েছে।

এদিকে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ-র। পাঁচ বিধানসভা ভোটে যদি জিতে রাজ্যসভায় শক্তি কিছুটা বাড়ানো যায় সেই আশাতে রয়েছে তারা। যদিও পরীক্ষাটি অত্যন্ত কঠিন।

আজ, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই তৎক্ষণাৎই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে।

English summary
Election Commission to announce dates for West Bengal, Tamil Nadu, Assam, Kerala, Puducherry Assembly polls today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X