For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জালিয়াতি রুখতে ইলেকট্রনিক চিপ লাগানো ই-পাসপোর্ট আসছে খুব তাড়াতাড়িই!

যে হারে পাসপোর্ট জালিয়াতি বাড়ছে তা রুখতে এবার ইলেকট্রনিক চিপ লাগানো ই-পাসপোর্ট চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : যে হারে পাসপোর্ট জালিয়াতি বাড়ছে তা রুখতে এবার ইলেকট্রনিক চিপ লাগানো ই-পাসপোর্ট চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। [এবার মাত্র ৪টি নথিপত্র দিয়েই এক সপ্তাহে পেতে পারেন নতুন পাসপোর্ট!]

শুধু তাই নয়, পাসপোর্টকে পুরোপুরি ডিজিটাল করার চিন্তাভাবনা করছে কেন্দ্র। এই ধরণের পাসপোর্ট যাতে মোবাইলে নিয়েও ঘোরা যায় পরবর্তী ধাপে তার চিন্তাভাবনাও করা হচ্ছে।

জালিয়াতি রুখতে ইলেকট্রনিক চিপ লাগানো ই-পাসপোর্ট আসছে খুব শীঘ্রই!

আগামী বছর থেকে নতুন করে ইস্যু হওয়া পাসপোর্টে এই ধরণের মাইক্রো চিপ থাকার সম্ভাবনা প্রবল।

নিরাপত্তার স্বার্থে এই ধরণের পাসপোর্ট ব্যবহারের পরিকল্পনা করেছে কেন্দ্র। এই ধরণের পাসপোর্টে বায়োমেট্রিক উপাদান থাকায় জাল পাসপোর্ট সহজে আলাদা করা যাবে। [পাসপোর্ট পেতে আধারই যথেষ্ট, দরকার নেই পুলিশ ভেরিফিকেশন?]

সূত্রের খবর অনুযায়ী, নাসিকে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস তথা আইএসপি- ইতিমধ্যেঅ এই ধরনের পাসপোর্ট ছাপানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। পাসপোর্টে যে যে তথ্য ছাপা থাকে, এই চিপে সেই সমস্ত তথ্য থাকবে।

English summary
e-passports with electronic chips to battle fake passport menace may soon become a reality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X