For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ কোটির কালো টাকাকে সাদা করিয়েছিলেন জনার্দন রেড্ডি, সুইসাইড নোটে লিখে গেলেন ড্রাইভার

প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির গাড়ির চালক রমেশ গৌড়ার সুইসাইড নোটে লেখা রয়েছে, রেড্ডি ১০০ কোটির কালো টাকা সাদা করিয়েছেন সে খবর রমেশ জানতেন। তার জন্য তাকে মানসির নির্যাতন করা হত।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর : ফের নয়া সমস্যায় প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডি। তাঁর গাড়ির চালক আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, সুইসাইড নোটে জানিয়ে গিয়েছেন মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য।

গাড়ির চালক রমেশ গৌড়ার সুইসাইড নোটে লেখা রয়েছে, রেড্ডি ১০০ কোটির কালো টাকা সাদা করিয়েছেন সে খবর রমেশ জানতেন। রেড্ডির বিরুদ্ধে রমেশকে মানসিক অত্যাচারের অভিযোগও করা হয়েছে চিঠিতে।

১০০ কোটির কালো টাকাকে সাদা করিয়েছিলেন জনার্দন রেড্ডি, সুইসাইড নোটে লিখে গেলেন ড্রাইভার

মৃত রমেশের লেখা চিঠিতে এও অভিযোগ করা হয়েছে যে, ১০০ কোটি টাকার ২০ শতাংশ কর্ণাটকের প্রশাসনিক আধিকারিক ভীমা নায়েককে দেওয়া হয়েছে। কারণ তিনি রেড্ডিকে এই বিশাল পরিমান কালো টাকা সাদা করতে সাহায্য করেছিলেন।

প্রসঙ্গত, এই জনাদর্ন রেড্ডি কর্ণাটকের অন্যতম শক্তিশালী ব্যক্তি। ২০১১ সালের জুলাই পর্যন্ত বিএস ইয়েদুরাপ্পা সরকারের আমলে তিনি মন্ত্রী পর্যন্ত ছিলেন। খনি ব্যারন হিসাবে পরিচিত জনার্দন রেড্ডি মাঝে তিনবছর জেল খেটে গতবছর জামিনে ছাড়া পেয়েছেন।

গত মাসে ৫০০ কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়ে খবরে এসেছিলেন রেড্ডি। এর জেরে আয়কর দফতরের নজরেও পড়েন। আয়কর আধিকারিকরা তার বিভিন্ন অফিসে হানা দিয়েছেন তথ্য জোগাড় করেছে।

English summary
Janardhan Reddy converted Rs 100 cr black money: K’taka driver in suicide note
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X