For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বপ্ন দেখুন, কিন্তু তা কোনও সত্যি হবে না: শরিফের কাশ্মীর মন্তব্যকে কড়া জবাব সুষমার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ জুলাই : কাশ্মীরকে তাদের অংশ করার যে ভয়ঙ্কর স্বপ্ন পাকিস্তান দেখছে তাঁর পাল্টা জবাবে তীক্ষ্ণ কটাক্ষ শানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বপ্ন দেখতে বাধা নেই, কিন্তু এই স্বপ্ন অনন্তকালেও বাস্তব হওয়ার নয়। প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি বিবৃতিতে বলেছিলেন, কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে সেদিনের অপেক্ষায় আছি। এদিন তারই জবাব দিতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ইসলামাবাদ যেভাবে উপত্যকায় সন্ত্রাসের আবহ তৈরি করছে তা নক্কারজনক। [ কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে সেই অপেক্ষায় রয়েছি : নওয়াজ শরিফ]

এদিন বক্তব্য রাখতে গিয়ে সুষমা বলেন, গোটা জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কখনও এই ভূস্বর্গকে তোমরা (পাকিস্তান) সন্ত্রাসবাদীদের স্বর্গস্থল করতে পারবে না।

স্বপ্ন দেখুন, কিন্তু তা কোনও সত্যি হবে না: শরিফের কাশ্মীর মন্তব্যকে কড়া জবাব সুষমার

হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। বহু নিরীহ মানুষের মৃত্যু হয়। তখনও ওয়ানিকে শহিদ আখ্যা দিয়ে ভারতকে আঘাত করেছিলেন পাক প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে এদিন সুষমা বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন কাশ্মীরের মানুষের সঙ্গে তাঁর শুভেচ্ছা রয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে এই সমর্থন নৈতিকতা বা রাজনৈতিক প্রেক্ষাপটে সমর্থন নয়, বরং অস্ত্রসস্ত্র এবং সন্ত্রাসবাদ ঢুকিয়ে জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদীদের চারণভূমি করে তোলার চেষ্টা। তবে, পাকিস্তানের স্বপ্ন কোনওদিনও স্বার্থক হবে না। আর অনন্তকাল শেষে সেকথা উপলব্দি করতে পারবে পাকিস্তান।"

এদিন কড়া ভাষায় সুষমা বলেন, গোটা কাশ্মীর ভারতেরই অংশ। উল্লেখ্য কিছুদিন আগে তাঁর মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছিল কাশ্মীরের যে অংশ পাকিস্তান অনৈতিকভাবে অধিকৃত করে রেখেছে তা পাকিস্তানের ছেড়ে দেওয়া উচিত। কাশ্মীর প্রসঙ্গে যে ভারত পাকিস্তানের কোনও উষ্কানিমূলক মন্তব্যকে সমর্থন করবে না তা এদিন আরও একবার ভাল করে বুঝিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী।

English summary
Dream On, It's Never Going To Happen: Sushma Swaraj Slams Pak PM On Kashmir Remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X