For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতিতে যোগ দিতে চান না, জানালেন গুরমেহর কউর

রামজশ কলেজে হিংসার ঘটনার পর, তাঁর ফেসবুক পোস্ট নিয়ে দেশ জোড়া তোলপাড়ের পর, এবার তাঁকে একা ছেড়ে দেওয়ার আর্জি জানালেন শহিদকন্য়া গুরমেহর কউর। রাজনীতিতে আসারও কোনও ইচ্ছে নেই বলে জানিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

জলন্ধর, ২ মার্চ : রামজশ কলেজে হিংসার ঘটনায়, তাঁর ফেসবুক পোস্ট নিয়ে দেশজোড়া তোলপাড়ের পর, এবার তাঁকে একা ছেড়ে দেওয়ার আর্জি জানালেন শহিদকন্য়া গুরমেহর কউর। গুরমেহর জানান, এখন তিনি পড়াশুনায় মনোনিবেশ করতে চান।[কার্গিল শহিদ-কন্যার ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল ফেসবুক, রং লাগল রাজনীতিরও!]

বিতর্ক থেকে দূরে থাকতে নয়াদিল্লি ছেড়ে জলন্ধর চলে গিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২০ বছরের ছাত্রী তথা শহিদকন্য়া গুরমেহর কউর। কিন্তু জলন্ধরে গুরমেহর পৌঁছনোর পর থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমতে থাকে সংবাদমাধ্যমের। জলন্ধর পুলিশ কমিশনরাটের তরফে তাঁর বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। গুরমেহর এর আগে দাবি করেন তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়, তারপরই পুলিশের তরফে গুরমেহরের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়।[দিল্লি ছেড়ে চলে গেলেও গুরমেহরকে নিয়ে অব্যাহত বাদানুবাদের পালা]

রাজনীতিতে যোগ দিতে চান না, জানালেন গুরমেহর কউর

এদিকে বাড়ির সামনে উপস্থিত সংবাদমাধ্যমকে গুরমেহর অনুরোধ করেন এই বিতর্কে ইতি টানার জন্য। অন্য একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গুরমেহর জানান, যে বিষয়টি নিয়ে তিনি মুখ খুলেছেন সেই বিতর্ক এখন তাঁর হাতের বাইরে চেল গিয়েছে। তবে তিনি একটি বিষয় স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি রাজনীতিতে পা রাখতে চান না। এছাড়াও গুরমেহর বলেন, এবিভিপির সঙ্গেও লড়াই আর এগিয়ে নিয়ে যেতেও চাইছেন না তিনি।[গুরমেহর বিতর্ক : শহিদকন্যার পাশে দাঁড়ালেন বিদ্যা বালন]

গুরমেহর আরও বলেন যে, তিনি শুধু তাঁর মত প্রকাশ করেছেন মাত্র। এরপর পরিস্থিতি এতটা বদলে যাবে তিনি ভাবেননি। গুরমেহর আর বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে চাইছেন না বলেও জানান। তবে খুব শিগগিরিই তিনি নয়াদিল্লি ফিরে গিয়ে আবারাও পড়াশুনায় মন দেবেন বলে জানান ২০ বছরের এই ছাত্রী।['দুশমন দেশ'-এ এখন তোমার এক ভাইও আছে', গুরমেহরের জন্য পাক যুবকের 'মেসেজ' ভাইরাল সোস্যাল মিডিয়ায়]

English summary
The 20-year-old, who took to the social media to attack the ABVP after the Ramjas College clash, said she was “saddened” that the issue had gained a political hue. “The issue on which I spoke went out of hand. I would like to clarify that I do not want to enter politics,” Gurmehar told Hindustan Times at her residence in Jalandhar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X