For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রয়েছে, ঘাবড়াবেন না, আশ্বস্ত করল কেন্দ্র

বিধি মেনে করা রোজগারের টাকা করের আওতায় পড়বে না। তা সহজেই ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। ছোট ব্যবসায়ী, গৃহবধূ, ছোট সংস্থার কর্মচারীরা কোনওরকম আশঙ্কা ছাড়াই ব্যাঙ্কে গিয়ে নোট বদলে নিতে পারবেন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১১ নভেম্বর : আমজনতার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রয়েছে। সাময়িত সমস্যা হয়েছে ঠিকই তবে অযথা ঘাবড়ানোর কোনও প্রয়োজন নেই। এই বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সাধারণ ভারতবাসীকে আশ্বস্ত করা হয়েছে। [নোট বাতিল : প্রধানমন্ত্রীকে মাত্র ৯ মিনিটে রাজি করান এই অর্থনৈতিক বিশেষজ্ঞ]

বলা হয়েছে, ৫০০ ও ১ হাজার টাকার নোট দিয়ে ব্যাঙ্কে আড়াই লক্ষ টাকা পর্যন্ত জমা করলে তা আয়করে নথিভুক্ত হবে না। কেউ যাতে টাকা জমা দিতে গিয়ে অনুরোধ মেনে অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে রেখে বিপদে না পড়েন সেবিষয়েও সাবধান করা হয়েছে। এছাড়া এই সংক্রান্ত সমস্ত জালিয়াতি ও গুজব থেকে দূরে থাকতে বলা হয়েছে। [#Note Ban সমর্থন করেন দেশের ৮২ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা]

আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

বারবার কেন্দ্রের তরফে বলা হয়েছে যে, বিধি মেনে করা রোজগারের টাকা করের আওতায় পড়বে না। তা সহজেই ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। ছোট ব্যবসায়ী, গৃহবধূ, ছোট সংস্থার কর্মচারীরা কোনওরকম আশঙ্কা ছাড়াই ব্যাঙ্কে গিয়ে নোট বদলে নিতে পারবেন। [নতুন বৈশিষ্ট্য নিয়ে বাজারে ফিরবে ১ হাজার টাকা নোট]

একজন সৎ ভারতীয় নাগরিকের কোনওদিক থেকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। এছাড়া কৃষকদের টাকাও আয়কর বহির্ভূত ও সহজে তা ব্যাঙ্কে জমা করা যাবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। [এর আগে ১৯৪৬ ও ১৯৭৮ সালেও নোট বাতিল হয়েছিল, জেনে নিন ইতিহাস]

মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলগুলি বিজেপিকে আক্রমণ করলেও কালো টাকা ও দুর্নীতি কমাতে এই পদক্ষেপ মোদী সরকারের মাস্টারস্ট্রোক বলে অনেকে ব্যাখ্যা করেছেন।

English summary
Don't panic, your hard earned money safe: Govt assures people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X