For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিএমকে-র কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন এমকে স্তালিন, দলের প্রধান থাকছেন করুণানিধিই

দ্রাবিঢ় মুন্নেত্রা কাজহাগম (ডিএমকে)-এর নয়া কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন করুণানিধিপুত্র এম কে স্তালিন। যদিও দলের প্রধান থাকছেন এম করুণানিধিই।

Google Oneindia Bengali News

চেন্নাই, ৪ জানুয়ারি : দ্রাবিঢ় মুন্নেত্রা কাজহাগম (ডিএমকে)-এর নয়া কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন করুণানিধিপুত্র এম কে স্তালিন। যদিও দলের প্রধান থাকছেন এম করুণানিধিই।

সূত্রের খবর অনুযায়ী, স্তালিনকে ডিএমকে দলের কার্যকরী সভাপতি ঘোষণা করা হয়েছে। বুধবার ডিএমকের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ু মন্ত্রীসভায় স্তালিন বিরোধী নেতা।

ডিএমকে-র কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন এমকে স্তালিন, দলের প্রধান থাকছেন করুণানিধিই

তবে কিছু কিছু মিডিয়া সূত্রে জানানো হচ্ছে বাবাকে সরিয়ে স্তালিনকে দলের নয়া প্রধান নির্বাচন করা হয়েছে। যদিও সরকারিভাবে এর কোনও ঘোষাণা হয়নি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন করুণানিধি সেই কারণেই এই জল্পনা চলছিল বলে সুত্রের তরফে জানানো হয়েছে।

এই বেঠকে স্তালিনকে দলের কার্যকরী সভাপতি ঘোষাণার পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমকে কেন্দ্রের কাছে জাল্লিকাট্টুর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানাবে বলে একটি অনুবন্ধ আনা হয়েছে।

এছাড়াও এই বৈঠকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়ানে শোকজ্ঞাপন করা হয়েছে। এবং তামিল মৎস্যজীবী এবং বাজেয়াপ্ত নৌকা এখনই মুক্ত করার জন্য শ্রীলঙ্কার কাছে আর্জি জানানো হয়েছে।

English summary
DMK elects MK Stalin as working president, father Karunanidhi remains chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X