For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) রোগীর পরিবারের মারধরের জের , আইসিইউতে ভর্তি আহত ডাক্তার

মহারাষ্ট্রের ধুলেতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক আবসিক চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত চিকিৎসক বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ধুলে, ১৪ মার্চ : মহারাষ্ট্রের ধুলেতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক আবসিক চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত চিকিৎসক বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। রোগীর চিকিৎসায় দেরি হওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে খবর।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালে সেই সময়ে কর্তব্যরত কোনও নিউরোসার্জেন না থাকায় , রোগীকে অন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অনুরোধ জানান ওই কর্তব্যরত চিকিৎসক। এরপরই রোগীর পরিবারের প্রায় ২০ জন সদস্য চড়াও হয় ওই চিকিৎসকের ওপর।

(ভিডিও) রোগীর পরিবারের মারধরের জের,আইসিউতে ভর্তি আহত ডাক্তার

ঘটনার জেরে চিকিৎসকের মুখ ফাটিয়ে দেওয়া হয়। আঘাত লাগে তাঁর মাথায় । মারধরের ফলে চোখে অস্বাভাবিক আঘাত লাগায়, ওই চিকিৎসক দৃষ্টি হারাতে পারেন বলেও সূত্রের খবর। শুধু তাই নয়, ওই চিকিৎসকের পেটেও রয়েছে গুরুতর জখমের চিহ্ন।

এর আগে মাথায় আঘাত লাগা এক রোগীকে নিয়ে ধুলের ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে যায় রোগীর পরিবার। তখনই সেখানে এই দুর্ঘটনা ঘটে যায়। গত ১২ মার্চের এই ঘটনার ভিডিও ফেসবিকে পোস্ট হতেই তা 'ভাইরাল' হয়ে যায়।

English summary
A resident doctor in Maharashtra’s Dhule region was brutally thrashed by a patient’s family after being asked to be taken to another centre since there was no neurosurgeon on duty. As the doctor requested the patient’s family to take him to another centre, a mob of over 20 relatives attacked him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X