For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২.৫ লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা দিতে গেলে লাগতে পারে কর, আয়ের অসামঞ্জস্য হলে ২০০% জরিমানা

২.৫ লক্ষ বা তার বেশি টাকা বেশি টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছেন? সাবধান, আপনাকে কিন্তু কর দিতে হতে পারে। আর যদি আয়ের সঙ্গে সম্পত্তির সঙ্গতি না থাকে তাহলে ২০০% জরিমানাও দিতে হতে পারে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ নভেম্বর : ২.৫ লক্ষ বা তার বেশি টাকা বেশি টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছেন? সাবধান, আপনাকে কিন্তু কর দিতে হতে পারে। আর যদি আয়ের সঙ্গে সম্পত্তির সঙ্গতি না থাকে তাহলে যে পরিমাণ কর এড়ানো হয়েছে তার ২০০% জরিমানাও দিতে হতে পারে। [৫০০-১০০০ টাকা বাতিল হওয়ায় ধার করে সংসার চলছে বিপাশা বসুর, লক্ষ্মীর ভাঁড়ই ভরসা মিনির]

সরকারের ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিল করার পর জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কে পুরনো নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করা যাবে। তবে এই সময়ের মধ্যে বড় অঙ্কের টাকা ব্যাঙ্কে জমা দিতে গেলে সঙ্গে প্যান কার্ড রাখা বাধ্যতামূলক। [ একনজরে : ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে কে কী বলছেন]

২.৫ লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা দিতে গেলে লাগতে পারে কর, আয়ের অসামঞ্জস্য হলে ২০০% জরিমানা

পাশাপাশি গহনার দোকাগুলিকেও বলে দেওয়া হয়েছে নগদ গয়না কেনার ক্ষেত্রে প্যান কার্ডের রেকর্ড রাখার জন্য। নিয়মের লঙ্ঘন হলেই পদক্ষেপ নেওয়া হবে। [৫০০ ও ১ হাজারের নোট বাতিল! এই সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পান এই প্রতিবেদনে]

রাজস্ব সচিব হাসমুখ আধিয়া জানিয়েছেন, "এই ৫০ দিনের মধ্যে ২.৫ লক্ষ টাকার বেশি টাকা জমা করতে গেলেই তার রিপোর্ট আমাদের কাছে আসবে। নির্দিষ্ট ব্যক্তির আয়ের সঙ্গে তার আয়করের পরিমাণ মিলিয়ে দেখা হবে। অসামঞ্জস্য ধরা পড়লেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

এই অবস্থায় করের মূল্য ছাড়াও যে পরিমাণ কর এড়ানো হয়েছে তার ২০০ শতাংশ জরিমানা লাগু করে হবে। [(ছবি) 'অকেজো' ৫০০ ও ১০০০ টাকার নোট এখন 'খিল্লির পাত্র' সোস্যাল মিডিয়া-ম্যাসেঞ্জারে]

আধিয়া এও জানিয়েছেন, ছোট ব্যবসায়ী, গৃহিনী, শ্রমিক কর্মচারী যাদের বাড়িতে নগদ টাকা সঞ্চয় হিসাবে রাখা আছে তাদের আয়কর দফতরের তদন্ত নিয়ে চিন্তা করার কিছু নেই।

১.৫ বা ২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের নিচে, তাই সেক্ষেত্রে আয়কর দফতরের তরফে কোনও রকমের হেনস্থা কাউকে হতে হতে না।

English summary
Deposits above Rs 2.5 lakh to face tax, 200% penalty on income mismatch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X