For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'Micro ATM' এর মাধ্যমে এবার নতুন টাকার যোগান দেবে কেন্দ্র?

মানুষের হাতে নগদ অর্থ তুলে দিতে নতুন পদক্ষেপ করছে কেন্দ্র। সেইসূত্রেই মাইক্রো এটিএমের ভাবনা সামনে এসেছে। এর দ্বারা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা যাবে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : সারা দেশে নোট বাতিলের পর থেকে ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন ও এটিএমে টাকা নেই। এই হল সার্বিক চিত্র। কেন্দ্রের তথ্যই বলছে, দেশের মোট ২ লক্ষ এটিএমের মধ্যে মাত্র ১ লক্ষ ২০ হাজার অর্থাৎ ৬০ শতাংশই কাজ করছে। বাকীগুলিতে নগদ নেই অথবা অন্য কোনও সমস্যায় কাজ করছে না। [নোট বাতিল হবে, ৬ মাস আগে জানিয়েছিল গুজরাতের সংবাদপত্র! ]

এই অবস্থায় গ্রাহকদের সুবিধার্থে নতুন ভাবনা-চিন্তা করছে কেন্দ্র। এক্ষেত্রে নতুন ব্যবস্থা হতে পারে 'মাইক্রো এটিএম'। সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নোট বাতিল প্রসঙ্গে বৈঠকের পর অর্থ মন্ত্রকের সচিব শক্তিকান্ত দাস একথা জানিয়েছেন। [নোট বাতিল সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পান এই প্রতিবেদনে]

'Micro ATM' এর মাধ্যমে এবার নতুন টাকার যোগান দেবে কেন্দ্র?

তিনি জানান, মানুষের হাতে নগদ অর্থ তুলে দিতে নতুন পদক্ষেপ করছে কেন্দ্র। সেইসূত্রেই মাইক্রো এটিএমের ভাবনা সামনে এসেছে। এর দ্বারা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা যাবে। [বাজারে আসতে না আসতেই জাল করা শুরু ২ হাজারের নোট?]

জানা গিয়েছে, এই ধরনের মাইক্রো এটিএম গ্রামীণ অথবা শহর থেকে অনেকটা দূরের এলাকার জন্য তৈরি হয়েছে। যেসমস্ত জায়গায় ব্যাঙ্ক অথবা এটিএম তৈরি সম্ভব নয়, সেইসমস্ত জায়গায় এই ধরনের মাইক্রো এটিএম কার্যকর। [নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে? ]

কেমন এই মাইক্রো এটিএম?

সাধারণভাবে এটি 'কার্ড সোয়াইপিং মেশিন' এর মতো দেখতে হলেও এর বৈশিষ্ট্য আলাদা। এর প্রত্যেকটিতে জিপিআরএস সংযোগ রয়েছে। কয়েকটিতে রয়েছে আঙুলের ছাপ স্ক্যান করার ব্যবস্থাও।

অর্থাৎ গ্রাহক ব্যাঙ্ক পর্যন্ত পৌঁছতে না পারলে ব্যাঙ্ক নিজে পৌঁছে যেতে পারবেন গ্রাহকের ঘরে, এই মাইক্রো এটিএমের মাধ্যমে।

সাধারণভাবে এখন সকলের আধার কার্ডই ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে গিয়েছে। ফলে তা আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ডের সঙ্গেও সংযুক্ত।

গ্রাহককে কি করতে হবে?

গ্রাহক যেভাবে এটিএমে টাকা তোলার সময়ে ডেবিট কার্ড ব্যবহার করেন, তেমনই এখানেও একই প্রক্রিয়া। মাইক্রো এটিএমে কার্ড 'সোয়াইপ' করলেই সঙ্গে থাকা ব্যাঙ্কের প্রতিনিধি আপনাকে প্রয়োজনীয় অর্থ দিয়ে দেবেন। অর্থাৎ এক্ষেত্রে ব্যাঙ্কের প্রতিনিধিই মূল কাজটি করবেন। মাইক্রো এটিএম থেকে আপনি টাকা তোলার পরে প্রিন্ট করা লেনদেনের হিসাবও পেয়ে যাবেন।

মাইক্রো এটিএম যেখানে ইচ্ছে বহন করা সম্ভব। ফলে এই মুহূর্তে সারা দেশে নোট যোগানের সমস্যা মেটাতে এই ধরনের পথে হাঁটতে পারে কেন্দ্র।

English summary
Demonetisation- What is a Micro ATM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X