For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#NoteBan : বদলের সময় পাননি বলেই এত বিরোধিতা, বিরোধীদের পাল্টা দিলেন প্রধানমন্ত্রী

বিরোধীদের একযোগে আক্রমণ করে প্রধানমন্ত্রী জানান, কিছু মানুষ রেগে রয়েছেন কারণ অনেকে সিদ্ধান্ত জানার আগে টাকা বদলের সুযোগ পাননি।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : নোট বদলের পরে বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে রাস্তায় নেমে, সংসদের ভিতরে, সমস্ত জায়গায় কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে মুখ খুলুন, এমনটাও দাবি জানিয়ে আসছেন বিরোধীরা। এক সপ্তাহ কেটে গেলেও এখনও শীতকালীন অধিবেশনে একদিনও সুষ্ঠুভাবে সংসদ চলতে দেননি বিরোধীরা।

পুরনো ৫০০ টাকার নোট এখনও ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলিতে

#NoteBan ইস্যু কপাল খুলে দিয়েছে এই ধরনের সরকারি সংস্থাগুলির

এদিন এই প্রসঙ্গে মুখে খুলে জনগণকে আশ্বস্ত করার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিকে পাল্টা একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আপনাদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রয়েছে। চিন্তা করবেন না। পাশাপাশি তাঁর বক্তব্য, দেশের প্রতিটি আম আদমি দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে সৈনিকের মতো লড়াইয়ে নেমেছেন।

কালো টাকা বদলের সময় পাননি বলেই এত বিরোধিতা : নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেকের অধিকার রয়েছে নিজের টাকা খরচ করার। আপনাদের টাকা কেউ নেবে না। এখন মোবাইলের মাধ্যমেও আপনি টাকা খরচ করতে পারবেন। সারা বিশ্ব বদলে যাচ্ছে। আমাদের ধীরে ধীরে ক্যাশলেস ইকোনমির দিকে পা বাড়াতে হবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী।

দুটি আলাদা ধরনের নতুন ৫০০ টাকার নোট ঘুরছে বাজারে

ঘুষ নেন কেন? এই প্রশ্নে লখনৌ ইঞ্জিনিয়ারের যুক্তি শুনলে ঘাবড়ে যাবেন

এরপরে বিরোধীদের একযোগে আক্রমণ করে প্রধানমন্ত্রী জানান, কিছু মানুষ রেগে রয়েছেন কারণ অনেকে সিদ্ধান্ত জানার আগে টাকা বদলের সুযোগ পাননি। যারা নোট বাতিলের বিরোধিতা করছেন তাদের সরকার কতটা কৈরি ছিল তা নিয়ে বিরোধ নেই। তাদের অসুবিধা হচ্ছে তারা পুরনো টাকা (পড়ুন কালো টাকা) বদলের সুযোগ পাননি বলে।

English summary
Demonetisation: PM Modi slams critics, says hoarders didn't get time to prepare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X