For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের জেরে মন্দার কোপে দিল্লির যৌনপল্লি!

কালো টাকার দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের জেরে কালো টাকার মালিকদের পাশাপাশি দিল্লির যৌনপল্লির কর্মীরাও বেশ সমস্যায় পড়েছেন।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : কালো টাকার দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের জেরে কালো টাকার মালিকদের পাশাপাশি দিল্লির যৌনপল্লির কর্মীরাও বেশ সমস্যায় পড়েছেন।

হিন্দু পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ৫০০ টাকা ও ১০০০ টাকা অচল হয়ে যাওয়ায় পেশায় মন্দা চলছে যৌনকর্মীদের। [(ছবি) ভারতের এই ৭ যৌনপল্লির বিষয়ে আপনি কি জানেন?]

শ্রদ্ধানন্দ মার্গের রোড (জিবি রোড বলেই পরিচিত) যেখানে সারাদিনই যৌনকর্মীদের সার বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যেত, এখন প্রায় ফাঁকা সে পথ। নেপথ্যে নোট বাতিল। [(ছবি) দেহব্যবসার বিপুল চাহিদা মেটাতে যৌনপল্লি চলবে 'সেক্স রোবটেই'!]

নোট বাতিলের জেরে মন্দার কোপে দিল্লির যৌনপল্লি!

যৌনকর্মীদের একাংশের কথায়, নোট বাতিলের ঘোষণা হওয়ার পর থেকেই মার খাচ্ছে ব্যবসা, নয় খদ্দের এমুখো হচ্ছেই না, আর না হয় অচল ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে চলে আসছে। এদিকে 'রেট' যে ২৫০ বা ৩৫০ টাকা। এত খুচরো তো দেওয়া সম্ভব নয়। ফলে টানা এক সপ্তাহ ধরে ব্যবসা লাটে উঠছে। ['যৌন চক্রের আড়ত' হয়ে উঠেছে জেএনইউ, অভিযোগ শিক্ষকদের একাংশের]

জিবি রোডের এক যৌনকর্মীর কথায় কোনও হোটেলের সঙ্গে তাদের এসকর্ট পরিষেবার যোগাযোগ নেই। দিনমজুরের মতোই অল্প টাকার আমদানি আমাদের। ক্রেডিট বা ডেবিট কার্ডের পরিষেবা নেই আমাদের, তাই সবচেয়ে বেশি সমস্যা। [(ছবি) দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার 'কাহানি ঘর ঘর কি'-র ছোট্ট 'শ্রুতি']

গত এক সপ্তাহে জিবি রোডের ১১০টি পতিতালয়ের ৩০০০ যৌনকর্মীর মধ্যেই অর্ধেকই গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছে। দিন আনি দিন খাই অবস্থার কারণে সঞ্চয়ও যৎসামান্যই। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই ফলে সমস্যা অনেক।

English summary
Demonetisation badly hits sex workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X