For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ৫০০ শিশুকে একাই যৌন হেনস্থা, অবশেষে গ্রেফতার এক ব্যক্তি

দুই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল সুনীল রস্তোগী (৩৮) নামে এক ব্যক্তিকে। পরে জানা গিয়েছে, সে গত ১২ বছরে অন্তত ৫০০ জন শিশুকে যৌন নিগ্রহ করেছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : দুই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল সুনীল রস্তোগী (৩৮) নামে এক ব্যক্তিকে। পরে তাকে জেরার পরে সামনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি গত ১২ বছরে অন্তত ৫০০ জন শিশু, নাবালিকা, কিশোরী-কিশোরীকে যৌন নিগ্রহ করেছে।[হাসপাতালের ICU তে পরীক্ষার নামে মহিলা রোগীর যৌনাঙ্গে হাত চিকিৎসকের]

পুলিশ জানিয়েছে, এতবছরে প্রায় ২৫০০ জন নাবালক-নাবালিকাকে যৌন হেনস্থা করেছে সুনীল নামে ওই ব্যক্তি। একবারই সে ২০০৬ সালে উত্তরাখণ্ডের রুদ্রপুরে ধরা পড়ে ৬ মাসের জেল খাটে। সুনীল দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে এই কাজ করে বেড়াত।[(ছবি) ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন যে তারকারা!]

দিল্লিতে ৫০০ শিশুকে একাই যৌন হেনস্থা, অবশেষে গ্রেফতার এক ব্যক্তি

জানা গিয়েছে, মূলত স্কুল ফেরত কিশোরীদের নিশানা করতে সে। পূর্ব দিল্লির একটি দর্জির দোকানে সে কিছুদিন কাজ করেছে। তবে কাজ ছেড়ে দিলেও মাঝেমাঝেই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত তাকে।[এবার বিপিও-র দুই পুরুষ কর্মীকে যৌন হেনস্থা, ছিনতাই বেঙ্গালুরুতে!]

এখন সুনীল রস্তোগি নামে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে ৬টি মামলায় অভিযুক্ত করেছে দিল্লি পুলিশ। তারমধ্যে তিনটি দিল্লি, দুটি রুদ্রপুর ও একটি বিলাসপুর জেলার মামলা। ২০০৪ সালে প্রতিবেশী একজনের মেয়েকে হেনস্থা করলে তাদের ময়ূর বিহার থেকে পিটিয়ে বের করে দেয় এলাকাবাসী।[বন্দুকের নিশানায় রেখে এক পুরুষকে গণধর্ষণ দুই মহিলার]

শেষবার গতবছরের ডিসেম্বরের ১৩ তারিখ একটি ১০ বছরের মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে সুনীল তাকে যৌন হেনস্থা করে। এরপরে গত ১২ জানুয়ারি আরও দুটি মেয়েকে যৌন হেনস্থা করে সুনীল। পুলিশ তল্লাশি শুরু করলে সুনীল রস্তোগি ধরা পড়ে। এরপরই তাকে জেরা করে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের।

English summary
A 38-year-old tailor from Delhi has revealed to police that he has sexually assaulted around 500 kids over a 12-year period.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X