For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি পুর নির্বাচন : ভোট পড়ল ৫৪ শতাংশ

দিল্লির তিনটি পুরসভায় আজ রবিবার হল ভোটগ্রহণ। উত্তর দিল্লি, পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লি পুরসভায় এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে মোট ১.৩ কোটি মানুষ এদিন ভোট দেন।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : দিল্লির তিনটি পুরসভায় আজ রবিবার হল ভোটগ্রহণ। উত্তর দিল্লি, পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লি পুরসভায় এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে মোট ১.৩ কোটি মানুষ এদিন ভোট দেন। যার মধ্যে ছিলেন ১.১ লক্ষ নতুন ভোটার। সবমিলিয়ে ভোট হল ২৭২টি ওয়ার্ডে। এবং সারাদিনে ভোট পড়ল ৫৪ শতাংশ।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, ৭৭০টি জায়গার ১৩০২২টি বুথে ভোটগ্রহণ চলবে। এই প্রথমবার দিল্লির পুর ভোটাররা নোটা অপশন ব্যবহার করলেন। ভোটের জন্য দিল্লি জুড়ে মোট ৫৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়। এই ভোটে মূল লড়াই ছিল আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

দিল্লি পুরভোট : জোর লড়াইয়ে আপ-বিজেপি

এর আগের দুটি পুর নির্বাচনে দিল্লিতে জয়ী হয়েছে বিজেপি। ফলে এবারও তারাই ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে রয়েছে। এদিকে দিল্লি সরকারে থাকা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের কাছে এই লড়াই অস্তিত্বরক্ষার।

একই অবস্থা কংগ্রেসেরও। আপ সরকারে থাকলেও কংগ্রেসকে সরিয়েই ক্ষমতায় এসেছে। ফলে পুর নির্বাচনে ভালো ফল করে আগামিদিনে দিল্লিতে লড়াই ফিরিয়ে দেওয়ার ভাবনা থেকেই এই ভোটে ভালো ফলাফল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

English summary
Delhi Municipal Corporations Elections 2017 : A fight between BJP and AAP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X