For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের কোন চারটি দামী শহর বিশ্বের নিরিখে সবচেয়ে সস্তা? জেনে নিন

ভারতের চারটি শহর যা এই দেশের নিরিখে অন্যতম দামী শহর বলে পরিচিত, তা বিশ্বের নিরিখে সবচেয়ে সস্তা শহরের তকমা পেয়েছে। এই তালিকায় বিশ্বের সবচেয়ে দামী শহরের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ মার্চ : ভারতের চারটি শহর যা এই দেশের নিরিখে অন্যতম দামী শহর বলে পরিচিত, তা বিশ্বের নিরিখে সবচেয়ে সস্তা শহরের তকমা পেয়েছে। এই তালিকায় বিশ্বের সবচেয়ে দামী শহরের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট অনুযায়ী পরপর চারবছর এই তকমা পেল সিঙ্গাপুর।[ফোর্বসের বিচারে বিশ্বের প্রথম ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা]

এর মধ্যে বেঙ্গালুরু (বিশ্বের নিরিখে তৃতীয়), চেন্নাই (ষষ্ঠ), মুম্বই (সপ্তম) ও নয়াদিল্লি (দশম) সবচেয়ে সস্তা শহরের তকমা পেয়েছে সারা বিশ্বের মধ্যে। অথচ দেশের মধ্যে অন্যতম দামী শহর বলে এগুলি পরিচিত।[(ছবি) বিশ্বের সবচেয়ে সুখী প্রথম ১০টি দেশের তালিকা একনজরে ]

ভারতের কোন চারটি দামী শহর বিশ্বের নিরিখে সবচেয়ে সস্তা? জেনে নিন

সবমিলিয়ে সবচেয়ে সস্তা শহরের তকমা পেয়েছে আলমাটি, তারপরে রয়েছে লাগোস। করাচি রয়েছে চতুর্থ স্থানে, পঞ্চম স্থান পেয়েছে আলজিয়ার্স, কিয়েভ রয়েছে অষ্টম স্থানে ও বুখারেস্ট রয়েছে নবম স্থানে।[বিশ্ব সুখ সূচকে ১২২ তম স্থানে ভারত, পিছিয়ে পাকিস্তান, নেপালের চেয়ে ]

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 'ওয়ার্ল্ডওয়াইড কস্ট অব লিভিং ২০১৭'-র রিপোর্ট বলছে, এশিয়ায় যেমন বিশ্বের সবচেয়ে দামী শহরের অনেকগুলি রয়েছে, তেমনই সবচেয়ে সস্তা শহরের ক্ষেত্রেও এশিয়াই এগিয়ে রয়েছে।

সিঙ্গাপুরের পর দ্বিতীয় সবচেয়ে দামী শহরের তকমা পেয়েছে হংকং। তৃতীয় স্থানে রয়েছে জুরিখ। এরপরের প্রথম দশে রয়েছে টোকিও (৪), ওসাকা (৫), সিওল (৬), জেনেভা (৭), প্যারিস (৮), নিউ ইয়র্ক (৯) ও কোপেনহেগেন (১০)।

English summary
Delhi, Mumbai, Chennai, Bangalore among world’s 10 cheapest cities to live in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X