For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উবার'-এ ৭১ লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেল নয়াদিল্লির এঞ্জিনিয়ারিং পড়ুয়ার

মার্কিন মুলুক থেকে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ছাত্র সিদ্ধার্থ রাজার জন্য এসে গেছে চাকরীর প্রস্তাব। চকরিতে বেতন বার্ষিক ৭১ লক্ষ টাকা।

  • |
Google Oneindia Bengali News
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : ক্যাম্পাসিং এর মরশুম এখন দেশের বিভিন্ন কলেজগুলিতে। আর এই মরশুমে বাজিমাত করলেন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির এক ছাত্র। সুদুর মার্কিন মুলুক থেকে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ছাত্র সিদ্ধার্থ রাজার জন্য এসে গেছে চাকরীর প্রস্তাব। চকরিতে বেতন বার্ষিক ৭১ লক্ষ টাকা।[২০১৬ সালে ৩১৩৫ বার উবার ক্যাব চড়ে রেকর্ড বেঙ্গালুরুর এক বাসিন্দার]

চাকরি যে সে সংস্থায় নয়, মার্কিন ক্যাব পরিষেবা সংস্থা 'উবার' এর তরফে এসেছে এই প্রস্তাব। নয়াদিল্লির ওই কলেজের ২২ বছরের ছাত্র সিদ্ধার্থ রাজা 'উবার'-এর স্যান ফ্রান্সিসকো দফতরের সফ্টওয়্যার এঞ্জিনিয়ারের এর পদে কাজ করার প্রস্তাব পেয়েছেন।[যাত্রীদের স্টেশনে নিয়ে যাতায়াত করবে, রেলের সঙ্গে গাঁটছড়া বাঁধছে উবার]

'উবর'-এ ৭১ লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেল নয়াদিল্লির এঞ্জিনিয়ারিং পড়ুয়ার

চাকরির এতবড় সুযোগ পেয়ে সিদ্ধান্ত জানান, উবার-এ কাজ করে নিজের দক্ষতার মানকে বাড়িয়ে তুলতে চান তিনি। তারপর নিজের বহুদিনের ইচ্ছেন একটি ব্যবসা চালু করতে চান সিদ্ধার্থ। সিদ্ধার্থের বাবা পেশায় কনসালট্যান্ট ও মা স্পিচ ট্রান্সক্রিপশনের কাজ করেন বলে জানা গিয়েছে।[ট্যাক্সিতেই সন্তান প্রসব মায়ের, সন্তানের নাম রাখলেন 'উবার']

এর আগে , ২০১৫ সালে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি বেতনের চাকরীর প্রস্তাব পান চেতন কক্কর। সেই চাকরীর প্রস্তাবও ছিল মার্কিন মুলুকে গুগলের তরফে। যার জন্য় চেতনকে ১ কোটি ২৫ লক্ষ টাকার বার্ষিক বেতনের প্রস্তাব দেওয়া হয়।

English summary
A Delhi Technological University (DTU) student has bagged a package of USD 1,10,000 (nearly Rs. 71 lakh) per annum from US-based cab aggregator Uber
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X