For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি পুলিশের শপিং তালিকায় 'পর্ন ডিটেকশন স্টিক',ডিলিট হওয়া পর্নো উপাদানও খুঁজে বের করবে এই যন্ত্র

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : এবার পুলিশের চোখে ধুলো দিতে পর্নো যোগাযোগ মেটাতে শুধু কম্পিউটারের ডিলিট বোতাম টিপেই পার পাওয়া যাবে না। দিল্লি পুলিশ এবার 'পিডিএস' অর্থাৎ পর্ন ডিটেকশন স্টিক কিনতে বেরিয়ে পড়েছে। 'পিডিএস' অর্থাৎ পর্ন ডিটেকশন স্টিক হল একধরণের ইউএসবি ডিভাইস যা মৃত পর্নো সংক্রান্ত উপাদানকে খুঁজে বের করবে।

মূলত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করতে এই যন্ত্রটি খুব কার্যকরী হতে চলেছে বলে দাবি দিল্লি পুলিশের। যে সব যৌন অপরাধীরা পর্নো ভিডিও বানিয়ে মেয়েদের ব্ল্যাকমেল করে, বা চ্যাটে যৌন কথা বলে মহিলাদের উত্যক্ত করতে চায়, এই ধরণের সাইবার অপরাধীদের ত্রাস হতে চলেছে এই পিডিএস।[যৌনতার নানা মারপ্যাঁচ শেখাতে খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি']

দিল্লি পুলিশের শপিং তালিকায় 'পর্ন ডিটেকশন স্টিক',ডিলিট হওয়া পর্নো উপাদানও খুঁজে বের করবে এই যন্ত্র

সূত্রের খবর অনুযায়ী, এই যন্ত্রটি কম্পিউটার স্ক্যান করে বলে দেবে যে সেই কম্পিউটারের মধ্যে কোনও পর্নো উপাদান, যেমন ভিডিও ছবি বা চ্যাট রয়েছে কিনা। এমনকী পর্নোগ্রাফি সংক্রান্ত কোনও বস্তু ডিলিট করা হয়ে গিয়ে থাকলেও তা বাতলে দেবে এই সফটওয়্যার। তবে ওই কম্পিউটারটি যে নাড়াঘাটা হয়েছে তার কোনও প্রমাণও রাখবে না এই ডিভাইস। [পর্নোগ্রাফি নিষিদ্ধ হওয়ায় বাড়বাড়ন্ত নীলছবির ডিভিডি বিক্রেতাদের, আকাশছোঁয়া দামেও ঠিক যেন হরিলুঠ]

দিল্লি পুলিশের মতে, তিন মাস পর থেকে সাইবার ক্রাইমের মামলা আরও দ্রুততার সঙ্গে ও আরও নিখুতভাবে সামলাতে সক্ষম হবে সাইবার ক্রাইম বিভাগ। দিল্লি পুলিশের একাংশের কথায়, যখম এমন কোনও মামলা রুজু হয় যেখানে উচ্চমানের সাইবার তদন্তের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এতদিন বেশ সমস্যায় পড়তেন তদন্তকারীরা।

অর্থ তছরূপ বা অনেক খুনের মামলাতেও অনেকসময় তৎক্ষণাৎ ইমেল, ওয়েবসাইট, চ্যাটরুম, ডেক্সটপ বা ল্যাপটপ থেকে প্রমাণ উদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এজন্য ইমেল পরীক্ষক নিযুক্ত করার কথাও ভাবছে দিল্লি পুলিশ। তারা যে শুধুই ডিলিট হওয়া ইমেল উদ্ধার করবেন তা নয়, ইমেলের হেডার, সাবজেক্ট, বডি দেখে ইমেলের বিশদে বিশ্লেষণও করবেন। [বাস স্টপে চলছে পর্নো সিনেমা, কোনওমতে পালিয়ে বিড়াম্বনা এড়ালেন যাত্রীরা!]

এছাড়াও সাইবার সেলে সাইবারচেকস্যুট নামে আর একটি সফটওয়্যার আনা হচ্ছে, যা ফরেন্সিক ওয়ার্কস্টেশনের একটা পোর্টেবল অংশ হিসাবে কাজ করবে। এছাড়াও থাকছে ডিজিটাল ইন্টালিজেন্স সার্ভার, যা সাইবার ল্যাবের সমস্ত সিস্টেমকে একটি নেটওয়ার্কের আওতায় এনে সহজে অ্যাক্সেস করার জন্য কেন্দ্রীকরন করা হবে।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে

'একটা পর্নো সাইট ব্লক করলে আর একটা গজিয়ে উঠছে', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র'একটা পর্নো সাইট ব্লক করলে আর একটা গজিয়ে উঠছে', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

বাড়িতে চার দেওয়ালের মধ্যে বসে নীল ছবি দেখা কি আইনত অপরাধ? প্রশ্ন শীর্ষ আদালতের!বাড়িতে চার দেওয়ালের মধ্যে বসে নীল ছবি দেখা কি আইনত অপরাধ? প্রশ্ন শীর্ষ আদালতের!

মায়ের থেকে কুকীর্তি লুকোতে কম্পিউটার ভাঙায় 'ভক্তকে' নয়া ল্যাপটপ উপহার দিল পর্নো ওয়েবসাইট!মায়ের থেকে কুকীর্তি লুকোতে কম্পিউটার ভাঙায় 'ভক্তকে' নয়া ল্যাপটপ উপহার দিল পর্নো ওয়েবসাইট!

English summary
Delhi cops shop for ‘sticks’ to beat porn
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X