For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্তর্কলহে তপ্ত আম আদমি পার্টি, মুখ খুললেন কেজরিওয়াল

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ মার্চ : আম আদমি পার্টি ও তাঁকে নিয়ে চলতে থাকা বিতর্কে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল।

এদিন স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "দলের মধ্যে যা চলছে তাতে আমি গভীরভাবে মর্মাহত।" গোটা ঘটনাকেই দিল্লিবাসীর সঙ্গে বিশ্বাসভঙ্গতা বলে বর্ণনা করেছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন যে, এই ধরনের ঘটনা থেকে দূরে সরে দিল্লির উন্নয়নেই মনোনিবেশ করবেন তিনি।

অন্তর্কলহে তপ্ত আম আদমি পার্টি, মুখ খুললেন কেজরিওয়াল


গত দুদিন ধরে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে। বুধবারের বৈঠকের পর দলের রাজনৈতিক বিষয়ক কমিটি থেকে দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও গুঞ্জন রাজধানীর আপ সদস্যদের মধ্যে।

সূত্রের দাবি, একটি ফোন কলের রেকর্ডও প্রমাণ হিসেবে পাওয়া গেছে, যেখানে শোনা গিয়েছে প্রশান্ত ভূষণ দল ও কেজরিওয়াল বিরোধী মন্তব্য করছেন। শুধু তাই নয় দলের মুখপাত্রের তরফে সংবাদমাধ্যমের কাছে দাবি করা হয়েছে, দলের নেতৃত্ব থেকেও নাকি অরবিন্দ কেজরিবালকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

"বাইরে দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছিল দলেরই কয়েকজন প্রবীণ সদস্য। তাঁদের লক্ষ্য ছিল কেজরিবাল।", আপ সদস্য সঞ্জয় সিংহ, কারও নাম না করেই কাল এই অভিযোগ করেন।

এছাড়া বেশ কয়েকটি গোপন চিঠি প্রকাশ্যে এসেছে, যার ফলে আরও প্রকট হয়েছে দলের অন্তর্দ্বন্দ্ব। চিঠি থেকে জানা গিয়েছে, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ এবং তাঁর বাবা শান্তি ভূষণ মিলে কেজরিওয়ালকে সরিয়ে দলনেতার পদে বসাতে চেয়েছিলেন যোগেন্দ্র যাদবকে। প্রশান্ত ভূষণ চেয়েছিলেন দিল্লির বিধানসভা নির্বাচনে হেরে যাক আপ, এমন অভিযোগও করা হয়েছে চিঠিতে।

গত মাসেই দিল্লির নির্বাচনে কংগ্রেস ও বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দিল্লিতে ক্ষমতায় আসে আম আদমি পার্টি।

English summary
Deeply hurt and pained over 'ugly battle' in AAP: Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X