For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোশি, মহানন্দার জল ঢুকে বিহারের বন্যা পরিস্থিতি আরও জটিল, মৃত বেড়ে ৫৬ জন

বিহার বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। একের পর এক বাঁধ ভেঙে, দু'কূল ছাপিয়ে নদীর জল ঢুকছে বিহারের বহু জায়গায়।

  • |
Google Oneindia Bengali News

বিহার বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। একের পর এক বাঁধ ভেঙে, দু'কূল ছাপিয়ে নদীর জল ঢুকছে বিহারের বহু জায়গায়। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পাশপাশি কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জন।

[আরও পড়ুন:মধ্যভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ, আরও বড় দুর্যোগের আশঙ্কা বাংলায়][আরও পড়ুন:মধ্যভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ, আরও বড় দুর্যোগের আশঙ্কা বাংলায়]

কোশি, মহানন্দার জল ঢুকে বিহারের বন্যা পরিস্থিতি আরও জটিল, মৃত বেড়ে ৫৬ জন

বিহারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে অন্যতম হল কিষানগঞ্জ, যে এলাকা জলমগ্ন হওয়ার ফলে রেল লাইনগুলি জলের তলায় চলে যায়। ফলে এরাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে, বিহারের আরারিয়া , পুর্নিয়া, কাটিহার, সীমাঞ্চল , সাপুল জলমগ্ন রয়েছে। পশ্চিম ও পূর্ব চম্পারনে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। কোশী নদী ও মহানন্দার জল ফুলে ফঁপে ওঠায় বন্যা পরিস্থিতির ছবিটা আরও মর্মান্তিক হয়ে উঠেছে বিহারের বিভিন্ন জায়গায়।

[আরও পড়ুন:রাজ্য জুড়ে আসছে আরও বড় প্রাকৃতিক দুর্যোগ, আর কী বলছে হওয়া অফিসের পূর্বাভাস][আরও পড়ুন:রাজ্য জুড়ে আসছে আরও বড় প্রাকৃতিক দুর্যোগ, আর কী বলছে হওয়া অফিসের পূর্বাভাস]

কোশি, মহানন্দার জল ঢুকে বিহারের বন্যা পরিস্থিতি আরও জটিল, মৃত বেড়ে ৫৬ জন

এদিকে, প্রশাসনের তরফে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে ত্রাণের। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ক্রমাগত আকাশপথে এলাকা পরিদর্শন করছেন। এদিকে, মৃতের সংখ্যা ৫৬ ছাড়িয়ে আরও বাড়বে বলে মে করা হচ্ছে। ত্রাণের কাজে নেমেছে সেনা ও জাতীয় বিপর্যজ মোকাবিলা বাহিনীর কর্মীরা।

English summary
The overall flood situation in Bihar continued to be grim on Wednesday with major rivers in spate breaching banks, inundating new areas and displacing thousands of people, officials said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X