For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কের মাঝে দাউদকে করাচি থেকে ইসলামাবাদে সরাল আইএসআই, পাক সেনা : সূত্র

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ অগাস্ট : ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম পাকিস্তানেই বহাল তবিয়তে রয়েছে। কয়েকদিন আগেই ভারতীয় গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে ভারতের প্রথম শ্রেণির গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। [করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]

আর তার জেরে ফের একবার সরগরম হয়ে ওঠে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের বাতাবরণ। এর পরে দু'দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক ভেস্তে যাওয়ায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে রয়েছে। [১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পর আত্মসমর্পণ করতে চেয়েছিল দাউদ!]

বিতর্কের মাঝে দাউদকে করাচি থেকে সরাল আইএসআই : সূত্র


একে অপরকে দোষারোপের প্রহরের মাঝেই ভারতীয় গোয়েন্দা সূত্রে ফের খবর, করাচি থেকে ইসলামাবাদের মুরী এলাকায় গোপন আস্তানায় সরে গিয়েছে দাউদ ইব্রাহিম। এমনকী তার গোটা পরিবারকেই পাকিস্তানি সেনা ও আইএসআইয়ের তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হয়েছে। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

পাকিস্তান বরাবরই দাউদের পাকিস্তানের থাকার বিষয়টিকে অস্বীকার করে এসেছে। তবে ভারতের তরফে যে নথি তৈরি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, তিনটি পাকিস্তানি পাসপোর্ট রয়েছে দাউদের নামে। [১৯৯৩ থেকে ২০১৫ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]

সূত্র মারফত জানা গিয়েছে, রাওয়ালপিণ্ডি থেকে দাউদের প্রথম পাসপোর্ট ইস্যু হয়। নম্বর হল (জি-৮৬৬৫৩৭)। এছাড়া করাচি থেকে ইস্যু হওয়া দুটি পাসপোর্ট নম্বর হল (সি-২৬৭১৮৫) ও (কেসি-২৮৫৯০১)। সবকটি পাসপোর্ট ব্যবহার করেই দাউদ নিয়মিত পাকিস্তান থেকে বিদেশযাত্রা করেছে বলেও জানা গিয়েছে। [মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে]

English summary
Dawood Ibrahim: Pakistan shifts underworld don from Karachi, Reports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X