For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোড ওয়ার্ডে' মেল পাঠাত হেডলি, 'আঙ্কল' ছিল হাফিজ সঈদ, 'ফ্রেন্ড' ছিল লখভি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি : এই নিয়ে টানা ষষ্ঠ দিনে পড়ল মুম্বই হামলায় অন্যতম ষড়যন্ত্রী পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও লস্করের সদস্য ডেভিড হেডলির সাক্ষ্যদান।

এর আগে মোট পাঁচদিন আদালতের সামনে সাক্ষ্য দিয়েছে হেডলি। তৃতীয় দিনে প্রযুক্তিগত সমস্য়ার কারণে সাক্ষ্য শুরু করেও তা চালানো যায়নি। একেকদিন একএকটি বিস্ফোরক তথ্য মুম্বই হামলা নিয়ে তুলে ধরে হেডলি। ভারতের কোন কোন জায়গায় হামলার ছক পাকিস্তানি সন্ত্রাসবাদীরা চালাচ্ছে সেটাও খোলসা করে দিয়েছে। এদিন আর কী কী বলল হেডলি তা জেনে নিন একনজরে।

'কোড ওয়ার্ডে' মেল পাঠাত হেডলি, 'আঙ্কল' ছিল হাফিজ সঈদ

  • মুম্বই হামলায় আইএসআই ও লস্কর-ই-তৈবার যোগের কথা ফাঁস করার পরে এদিন ফের শুরু হল ডেভিড হেডলির সাক্ষ্যগ্রহণ।
  • মুম্বই হামলার পরে আমি ভারতে ফিরে এসেছিলাম। ২০০৯ সালের ১১-১৩ মার্চ আমি রাজস্থানে যাই। সেখানে শহর ঘুরে ভিডিও তুলি।
  • এরপরে ২০০৯ সালের ১৬ মার্চ আমি পুণে যাই ও সেখানকার সূর্য ভিলা হোটেলে থাকি।
  • পুণেতে ভারতীয় সেনার কয়েকটি জায়গা আমি ঘুরে দেখি। মেজর ইকবালের নির্দেশে আমি তা করি। ভারতীয় সেনায় লোক ঢোকানোর কথাও আমায় নির্দেশ দেওয়া হয় যাতে আরও বেশি তথ্য আমাদের হাতে আসে। সেনাদের কাজের কয়েকটি জায়গার ছবিও আমি তুলি।
  • রানা আমার কাজে খুশি হয়। মুম্বই হামলার পরে ২০০৯ সালের ৩ মার্চ শিকাগোতে আমাদের দেখা হয়েছিল।
  • তাকে একটা মেল পাঠাই আমি। আমার মনে হচ্ছিল আমি খুন হয়ে যেতে পারি। তা সত্ত্বেও আমি ভারতে আসি। আমার মনে হয়েছিল ভারতে আমি গ্রেফতার অথবা খুন হতে পারি।
  • সাজিদ মীরের সঙ্গে কোড ওয়ার্ডে কথা বলতাম আমি। হাজিফ সঈদ ছিল 'আঙ্কল' আর 'ফ্রেন্ড' বলে ডাকতাম জাকিউর রহমান লখভিকে।
  • আমি জেনেছিলাম যে মুম্বই হামলা নিয়ে পাকিস্তান সরকার তদন্ত করছে। হাফিজের কোনও সমস্যা হতে পারে বলে আমি চিন্তিত ছিলাম। সে ব্যাপারে আমি সাজিদ মীরকে জিজ্ঞাসা করি। সে জানায়, বহাল তবিয়তে রয়েছে হাফিজ সঈদ।
  • ২০০৯ সালের ২৮ অগাস্ট আমি হাফিজ সঈদের খবর জানতে চাইলে সাজিদ মীর জানায়, এইচ১ ভাইরাসে আক্রান্ত হয়েছে হাফিজ সঈদ। চিকিৎসক ডেকে চিকিৎসা চলছে তার।
  • পাকিস্তানের তদন্ত নিয়ে সাজিদ মীরকে জিজ্ঞাসা করলে সাজিদ মীর জানায়, কোনও চিন্তা নেই। হাফিজ সঈদের কিচ্ছু হবে না। সারা পাকিস্তানে টর্নেডোর মতো ঘুরে বেড়াচ্ছে হাফিজ সঈদ। এমনটাই আমায় জানায় সাজিদ মীর।শিবসেনায় উদ্ধব থ্যাকারের জনসংযোগ আধিকারিক রাজারাম রেগের সঙ্গে ইমেলে যোগাযোগ বাড়াই আমি। রানার পরামর্শে এসব করি।
  • মেজর ইকবালকেও একথা জানালে সে রেগের কাছ থেকে ভারতের সেনা সম্পর্কে জরুরি তথ্য জানার নির্দেশ দেয়।
  • যখন হেডলিকে জিজ্ঞাসা করা হয়, তাকে বা সাজিদ মীর বা মেজর ইকবালকে পাকিস্তানি গোয়েন্দারা গ্রেফতার করেছিল কিনা, উত্তরে না বলে হেডলি।
  • বদলে জানায়, ২০০৯ সালের ৩ অক্টোবর আমায় শিকাগো থেকে এফবিআই গ্রেফতার করে। তার আগে কেউ আমায় চিনত না।
  • এর মাঝে মুম্বই হামলার সময়ে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানে বসা হ্যান্ডলারদের কথোককথন শোনানো হয় হেডলিকে। এর মধ্যে তিনজনের গলা চিনতে পারে হেডলি। তার হল - আবু খাফা, আবু আল কামা ও সাজিদ মীর।
English summary
Day 6 of Headley deposition: After the attack, I returned to India, says Headley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X