For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে হামলা করে প্রতিশোধ নিতে চেয়েছিল লখভি : সাক্ষ্যে দাবি হেডলির

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১২ ফেব্রুয়ারি : সাক্ষ্যের চতুর্থদিনে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে মিলে সেদেশের সরকারে নানা অঙ্গগুলি কীভাবে ভারতে নাশকতার ছক কষছে তা জলের মতো স্পষ্ট করে দিয়েছে ডেভিড হেডলি।

ডেভিড হেডলির তৃতীয় দিনের বিস্তারিত বয়ান

মুম্বই হামলা : দ্বিতীয় দিনে যে বিস্ফোরক সাক্ষ্য দিল হেডলি

মুম্বই হামলা : ভিডিও কনফারেন্সে ডেভিড হেডলির প্রথম দিনের বয়ান

তবে সবচেয়ে বড় বিস্ফোরক বক্তব্য ছিল ইশরত জাহানকে নিয়ে। গুজরাতে ভুয়ো এনকাউন্টারে মৃত ইশরত জাহান লস্করের আত্মঘাতী বাহিনীর সদস্য ছিল বলে উল্লেখ করেছে হেডলি। এদিনের সাক্ষ্যে আর কী কী সাক্ষ্য রেখেছে হেডলি তা জেনে নিন একনজরে।

মুম্বইয়ে হামলা করে প্রতিশোধ নিতে চেয়েছিল লখভি : হেডলি

  • ভারতের সব ভিডিও তুলে আমি পাকিস্তানে ফিরে যাই। এরপরে ২০০৮ সালের এপ্রিলে আমার দেখা হয় সাজিদ মীরের সঙ্গে। তাকে এই ভিডিওগুলি দেখাই আমি।
  • মুম্বইয়ে থাকাকালীন আমি সেখানকার বিমানবন্দরেরও পর্যবেক্ষণ করি। সেখানে হামলার কথা বললে মেজর ইকবাল জানায়, বিমানবন্দরে হামলার ভাবনা একেবারেই সঠিক নয়।
  • মেজর ইকবাল বিমানবন্দরে হামলায় রাজি না হলেও লস্কর-ই-তৈবা নেতৃত্ব এই ঘটনায় নিরাশ হয়। তারা চেয়েছিল এই জায়গাটিকে নিশানা করা হোক।
  • জাকিউর রহমান লখভির মত ছিল, পাকিস্তানের উপরে ভারত যত হামলা চালিয়েছে তার বদলা হিসাবেই মুম্বইয়ে হামলা চালানো হবে।
  • আমি বেশ কয়েকবার সিদ্ধিবিনায়ক মন্দিরে যাই। সেখানকার ভিডিও তুলি। এছাড়া হাতে পড়ার অনেকগুলি লাল সুতো কিনি। পাকিস্তানে ফিরে সেই লাল সুতো আমি সাজিদ মীরকে দিয়ে দিই। যাতে তা পরে জঙ্গিরা ভারতে ঘুরলেও কেউ তাদের উপরে সন্দেহ না করে।
  • ২০০৮ সালের পুরো জুন মাস আমি পাকিস্তানে ছিলাম। সেইসময়ে আমি সাজিদ মীর, আবু খাফা, আবদুর রেহমান পাশা, জাকিউর রহমান লখভি ও মেজর ইকবালের সঙ্গে দেখা করি। মেজর ইকবাল আমায় ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে লোক নিয়োগ করতে বলেছিল যারা আইএসআই-এর হয়ে তথ্য সংগ্রহের কাজ করবে।
  • সেজন্য ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে গিয়ে ভিডিও তুলে আমি তা মেজর ইকবাল ও সাজিদ মীরকে দিই।
  • মেজর ইকবাল আমায় মুম্বইয়ের নাভাল এয়ারস্টেশন পর্যবেক্ষণ করতে বলে। আমি তা করে লস্কর নেতাদের সঙ্গে আলোচনা করি।
  • ২০০৮ সালের জুলাইয়ে আমি নরিম্যান হাউসে যাই ও ভিডিও তুলি। আমি জানতাম ওটা ইহুদীদের একটি কমিউনিটি সেন্টার। আমায় সেখানে যেতে বলেছিল সাজিদ মীর ও আবদুর রেহমান পাশা।
  • নাভাল স্টেশন (নৌ বন্দর) ও সিদ্ধিবিনায়ক মন্দিরে হামলা করতে আমি বারণ করি কারণ ওখানকার নিরাপত্তা বেশ কড়া ছিল।মুম্বইয়ের দাদরে শিবসেনার মুখ্য কার্যালয়ে আমার পরিচয় হয় রাজারাম রেগের সঙ্গে। আমি আলাপ বাড়াই কারণ শিবসেনা দফতর দেখার ইচ্ছে ছিল আমার।
  • রাজারাম রেগের সঙ্গে বন্ধুত্ব করে নিই আমি। কারণ যদি ভবিষ্যতে শিবসেনা দফতরে লস্কর হামলা চালাতে চায়, সেই ভেবেই গোটা বিল্ডিংটা দেখতে ইচ্ছুক ছিলাম আমি।
  • আমার সেসময়ে পরিচয় হয়েছিল রাহুল ভাটের সঙ্গে। একটি বডি বিল্ডিং প্রতিযোগিতায় বিলাস নামে একজন রাহুলের সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল।
  • সেসময়ে শিবসেনা দফতরের ভিডিও নিয়ে নিয়েছিলাম আমি। তা তুলে দিই লস্কর নেতৃত্বের হাতে। ওরা ভবিষ্যতে শিবসেনা হেড কোয়ার্টার ও বালা সাহেব থ্যাকারের উপরে হামলা চালাবে বলেছিল।
  • উদ্ধব থ্যাকারের জনসংযোগ আধিকারিক রাজারাম রেগের সঙ্গে আরও বেশি বন্ধুত্ব করতে আমায় পরামর্শ দিয়েছিল সাজিদ মীর।ডেভিড হেডলি জানিয়েছে, ২৬ নভেম্বরের হামলাকারীরা ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করেছিল। যাগুলিকে করাচির কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল।
  • সাজিদ মীর আমায় একটি ভারতীয় মোবাইল নম্বর দিয়েছিল। ওয়াঘা সীমান্তে গিয়ে সেটা চলছে কিনা সেটা পরীক্ষা করার কথা বলেছিল আমাকে।
  • আমি শুনেছিলাম আজমল কাসভ নামে এক জঙ্গি মুম্বইয়ে হামলার পরে জীবন্ত ধরা পড়েছিল। এই ঘটনায় সাজিদ মীর ও গোটা লস্কর সংগঠন প্রচণ্ড ব্যথিত হয়।
  • মুম্বই হামলায় যে দশজন হামলা করেছিল তাদের চিহ্নিত করে ডেভিড হেডলি। জানায়, হামলার আগে দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল হামলাকারীরা।আমার প্রাক্তন স্ত্রী ফৈজা জানত আমি হাফিজ সঈদের অনুগত ও ভক্ত। তাই সে হাফিজ সঈদের সঙ্গে দেখা করেছিল যাতে আমি ওর কাছে ফিরে আসি। তবে তার আগেই আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল।
  • ন্যাশনাল ডিফেন্স কলেজেও হামলার পরিকল্পনা ছিল আমাদের। কারণ সেটা হলে আরও বেশি সেনাকে মারা সম্ভব হত আমাদের।
  • এর মাঝে আল কায়েদার ইলিয়াস কাশ্মীরির সঙ্গেও দেখা হয় আমার। সে আমাকে আরও বেশি করে টার্গেট এলাকা বেছে সেখানকার খবর জোগাড় করতে বলে।
  • সেই সূত্রে ২০০৭ সালে একবার ন্যাশনাল ডিফেন্স কলেজে যাই আমি। তবে সেখানকার ভিডিও তুলতে পারিনি আমি।
English summary
Day 5 Updates: Mumbai attacks were revenge for all blasts India carried out in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X