For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় ভরদা তামিলনাড়ু তছনছ করে এবার ধেয়ে আসছে কর্ণাটকের দিকে

এদিন মঙ্গলবারের মধ্যেই কর্ণাটকে প্রবেশ করবে ঘূর্ণিঝড় ভরদা, তারপর তা বুধবার নাগাদ গোয়ার উপর দিয়ে বয়ে যাবে। গোয়ার আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৩ ডিসেম্বর : সাইক্লোন ভরদার প্রকোপে তামিলনাড়ুর নানা জায়গা সহ চেন্নাইয়ে অনেকের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে তামিলনা়ড়ুতে মারা গিয়েছে ১০ জন। তামিলনাড়ু তছনছ করে এবার ঘূর্ণিঝড় ভরদা এগিয়ে আসছে কর্ণাটকের দিকে। এমনটাই জানা গিয়েছে।

বিপর্যয় কাটিয়ে এখন কী অবস্থা তামিলনাড়ুর? জেনে নিন

বলা হচ্ছে, এদিন মঙ্গলবারের মধ্যেই কর্ণাটকে প্রবেশ করবে ঘূর্ণিঝড় ভরদা, তারপর তা বুধবার নাগাদ গোয়ার উপর দিয়ে বয়ে যাবে। গোয়ার আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ভরদা তামিলনাড়ু তছনছ করে এবার ধেয়ে আসছে কর্ণাটকের দিকে

গোয়ার আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, দক্ষিণ গোয়ার উপর দিয়ে বুধবার নাগাদ বয়ে যাবে ঘূর্ণিঝড় ভরদা। ফলে তারফলে গোয়ায় বৃষ্টিপাত হবে ও পরে তাপমাত্রা খানিক বাড়বে।

ছবিতে দেখে নিন ভরদার প্রভাবে কী অবস্থা তামিলনাড়ুর

এদিকে তামিলনাড়ুতে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে, সেরকম কোনও সম্ভাবনা কর্ণাটকের ক্ষেত্রে নেই। তবে বৃষ্টিপাত চলবে। বস্তুত সোমবার বিকেল থেকেই কর্ণাটক সহ বেঙ্গালুরুতে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতভর বৃষ্টিপাত হয়েছে।

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে। ঝড়ের প্রভাবে গাড়ি উল্টে গিয়েছে। কয়েকশো গাছ উপড়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ চলে গিয়ে বিপর্যস্ত জনজীবন। শুধু তামিলনাড়ুই নয়, অন্ধ্রপ্রদেশেও ৩৬ ঘণ্টার মধ্যে কাউকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

English summary
Cyclone Vardah moves towards Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X