For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল - কোন আইন মেনেই এই সরকারি এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে!

৫০০ ও ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত এই মুদ্রা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে ও সুপ্রিম কোর্টে ৩টি পিটিশন জমা পড়েছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ নভেম্বর : গত মঙ্গলবার অর্থাৎ ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ৫০০ ও ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেন। মধ্যরাত থেকেই লাগু হয়ে যায় এই সিদ্ধান্ত। তবে এই ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত এই মুদ্রা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে ও সুপ্রিম কোর্টে ৩টি পিটিশন জমা পড়েছে।

সুপ্রিম কোর্টে এই বিষয়ে ১৫ নভেম্বর শুনানি হবে। একই ধরণের একটি পিটিশন কর্ণাটকে হাই কোর্টেও জমা পড়েছে তবে সে আর্জি খারিজ হয়ে গিয়েছে।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল - আইন মেনেই এই সরকারি এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে

এই বিষয়ে শুনানি পর্বে কেন্দ্রীয় সরকারের বক্তব্যও শোনা হবে। এরপরই অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে। এখন প্রশ্ন হল কোন বিধান মেনে এই মুদ্রা বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে।

ভারত সরকারের অর্থ মন্ত্রক গ্যাজেট অফ ইন্ডিয়ার, 'অসাধারণ' নির্দেশিকার খণ্ড ২, ৩ ধারা এবং ২ উপধারার দরুণ কেন্দ্রীয় সরকার ঘোষণা করে মুদ্রার চলতি নোটগুলির মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোটের আইনি স্বীকৃতি ৯ নভেম্বর ২০১৬ থেকে স্থগিত রাখা হচ্ছে।

রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট ১৯৩৪ ধারা ২৬ উপধারা ২ অনুযায়ী, নোটগুলিকে অচল ঘোষণা করা হয়েছে।

English summary
Currency ban- Here are the provisions under which the decision was taken
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X