For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে অশান্তি অব্যাহত রাখতে প্রায় ৩০ কোটি টাকা বিলি হয়েছে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৭ অগাস্ট : কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে অশান্তির আঁচ থামছেই না। নিত্যদিন নতুন করে অশান্তি শুরু হচ্ছে, থামছেই না। আর এই অশান্তি অব্যাহত রাখতে প্রায় ৩০ কোটি টাকা বিলি হয়েছে বলে জানা গিয়েছে। [কাশ্মীরে অশান্তির জন্য হাওয়ালার মাধ্যমে ১০০ কোটি টাকা পাঠিয়েছে পাকিস্তান]

কেন্দ্রে কাশ্মীরের অশান্তি নিয়ে রিপোর্ট তৈরি করা এনআইএ আধিকারিকেরা জানিয়েছেন, উপত্যকায় কোটি কোটি টাকা আমদানি হয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরই এই নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। [কাশ্মীরে অশান্তির জন্য দায়ী জওহরলাল নেহেরু!]

কাশ্মীরে অশান্তি অব্যাহত রাখতে প্রায় ৩০ কোটি টাকা বিলি হয়েছে

গোয়েন্দা সূত্রে খবর, পাথর ছুড়ে বিক্ষোভ দেখানো, মিছিল করা, অবৈধ অনুপ্রবেশে সাহায্য করা, মিটিংয়ের আয়োজন করার মতো কাজে টাকা বিলি হচ্ছে। কোথা থেকে কোটি কোটি টাকা আসছে এবং কারা তা ভোগ করছে সেটা নিয়েই তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। [কাশ্মীরে ভারত বিরোধিতার নয়া মুখ এই ব্যক্তি? কে তিনি?]

ওয়ানইন্ডিয়াকে এক আধিকারিক জানিয়েছেন, পাথর ছুড়ে বিক্ষোভকারীদের ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। নাশকতা ছড়াতে গোপন বৈঠকের আয়োজন করলে তাতেও টাকা পাচ্ছে বহু মানুষ। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠন সীমান্তের দু'পারে লোক লাগিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করাচ্ছে এদেশে। এপারের গাইডরা অনুপ্রবেশের পরে জঙ্গিদের সাহায্য করে মোটা টাকা পকেটে পুরছে।

গোয়েন্দা রিপোর্ট বলছে, আগামিদিনে ভারত-পাক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অনেক বেড়ে যাবে। লস্কর-ই-তৈবা অথবা জঈশ-ই-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠী বহু যুবককে তৈরি রেখেছে ভারতে অনুপ্রবেশ করে নাশকতার ছড়ানোর উদ্দেশ্যে। জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়েই এদেশে ঢুকে হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছেন গোয়েন্দারা।

English summary
Crores of Rupees Pumped In To Keep Kashmir On The Boil : NIA Sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X