For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোররাতে পুলিশ-দুষ্কৃতির ধুন্ধুমার গুলির লড়াই নয়াদিল্লিতে, ধৃত ১ ,আহত ২ পুলিশ কর্মী

নয়াদিল্লি: ধুন্ধুমার গুলির লড়াইয়ের পর ধৃত ১ দুষ্কৃতি

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি :ভোররাতে নয়াদিল্লির নেহরুপ্লেস স্টেশনে পুলিশের সঙ্গে দুষ্কৃতিদের গুলির লড়াইয়ের পর গ্রেফতার হয়, নয়াদিল্লির কুখ্যাত দুষ্কৃতি আকবর। ঘটনায় আহত হন ২ পুলিশ কর্মী।[কোচিং সেন্টারের আড়ালে নাশকতার ছক, নয়াদিল্লিতে এটিএস-এর জালে ৩ পাক গুপ্তচর]

নয়াদিল্লির এই এলাকা দিয়ে ওই কুখ্যাত দুষ্কৃতি আকবর ২৫ হাজার নগদ টাকার 'তোলা' লুকিয়ে নিয়ে যাচ্ছিল বলে খবর ছিল পুলিশের কাছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। চলে দু' তরফের গুলির লড়াই। তখনই আকবরকে পাকড়াও করে পুলিশ।[আচমকা সিঁড়ি থেকে ২ বছরের সন্তানকে ছুঁড়ে দিলেন মা, চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে]

ভোররাতে পুলিশ-দুষ্কৃতির ধুন্ধুমার গুলির লড়াই নয়াদিল্লিতে, ধৃত ১

যদিও আকবরের আরেক শাগরেদ আসিফ, ঘটনাস্থলে থাকলেও সে পালাতে সক্ষম হয়। পুলিশ সূত্রের খবর প্রায় ১৩ রাউন্ড গুলি চলেছে গোটা পর্বে। এর মধ্যে আকবর ও তার সঙ্গী আসিফ প্রায় ৮ রাউন্ড গুলি চালিয়েছে। পাল্টা লড়াইয়ে ৫ রাউন্ড গুলি চালায় পুলিশও।[এবার দিল্লিতে কঙ্কালকাণ্ড : স্ত্রীর মরদেহ নিয়ে বসবাস ৯০ বছরের বৃদ্ধের]

এদিকে,নয়াদিল্লির নেহরুপ্লেসের আগে প্রল্হাদপুর এলাকায় তাণ্ডব চালিয়ে আসে আসিফ ও আকবর। তরপরই এরোস হস্টোলের কাছে তাদের আটকায় পুলিশ। সেখান থেকে পালবার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতি আকবর, তখনই তাদের ধাওয়া করে আকবরকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পলাতক আসিফের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।[দিল্লিতে নৃশংস হত্যা : রাস্তায় তরুণীকে ২২ বার কুপিয়ে উদ্দাম নৃত্য খুনির]

English summary
A wanted criminal was arrested by Delhi Police after an encounter near Nehru Place metro station in south Delhi area of the national capital during wee hours on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X