For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরুর শিং শুষে নেয় মহাজাগতিক শক্তি, বক্তব্য বিচারপতির,আরও যা যা বললেন তিনি

গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার পরামর্শ বুধবার দেয় রাজস্থান হাইকোর্ট। এছাড়াও গোহত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশও করা হয়।

  • |
Google Oneindia Bengali News

গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার পরামর্শ বুধবার দেয় রাজস্থান হাইকোর্ট। এছাড়াও গোহত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশও করা হয়। সেদিন হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা এদিনের সুপারিশ শোনানোর সময় একগুচ্ছ বিষয় তুলে ধরেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও একঝাঁক আকর্ষণীয় তথ্য তুলে ধরেন তিনি। তার মধ্যে, 'গরুর সিং মহাজাগতিক শক্তি শুষে নেয়' যেমন ছিল , তেমনই ছিল ' ময়ূর একটি ব্রহ্মচারি প্রাণী' এর মত বক্তব্যও।

গরুর সিং শুষে নেয় মহাজাগতিক শক্তি, বক্তব্য বিচারপতির,আরও যা যা বললেন তিনি

একনজরে দেখে নেওয়া যাক তিনি ঠিক কী কী বলেছেন।

  • গরু তার সিং দিয়ে শুষে নেয় মহাজাগতিক শক্তি।
  • গরুর 'হাম্বা' ডাকের ধ্বনিতে নষ্ট হয় বাতাসের প্যাথোজেন।
  • গরু হল এক হাসপাতালের মতো। যে অক্সিজেন নেয় ও অক্সিজেন নির্গমন করে।
  • ময়ূর হল একটি 'ব্রহ্মচারি প্রাণী', যে যৌন সঙ্গম করে না।
  • গোচনা পান করলে, 'এজিং' এর সমস্যা কম হয়, দেহ মন সুস্থ থাকে, যকৃত ভালো থাকে।
  • বাড়ির দেওয়ালে গোবর মাখালে তা বাড়িকে , রাডিয়েশন থেকে সুরক্ষিত রাখে।
  • গরুর মধ্যে অবস্থান করে ৩৩ কোটি দেবতা।
  • গরুর দূধ পান করলে ক্যানসার থেকে রক্ষা পাওয়া যায়।
  • গোবরে মরে যায় কলেরার জীবাণু,গোবর থেকে প্রতিবছর ৪, ৫০০ লিটারের মতো বায়োগ্যাস উৎপাদন হয়।
English summary
english-On Wednesday the Rajasthan High Court ordered the Central Government to declare Cow as the National Animal. The order by Justice Mahesh Chandra Sharma made some interesting points which we list here for you.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X