For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেনস্থার প্রতিবাদে কোচিতে যুগলরা পরস্পরকে চুম্বন করবে জনসমক্ষে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

চকাস
কোচি, ৩০ অক্টোবর: প্রেমের বিরুদ্ধে পেশি প্রদর্শন করছিল একটি হিন্দু মৌলবাদী সংগঠন। এর বিরোধিতায় অভিনব সিদ্ধান্ত নিলেন কোচির তরুণ-তরুণীরা। জনসমক্ষে একে অপরকে চুম্বন করে প্রতিবাদ জানানো হবে। একজন-দু'জন নয়, হাজার-হাজার ছেলেমেয়ে আগামী ২ নভেম্বর খোলা আকাশের নীচে পরস্পরকে চুমু খাবেন।

কিছুদিন আগে কোচির একটি কফিশপে ঢুকে পড়ে একটি মৌলবাদী সংগঠনের লোকজন। কেন দু'জন ছেলেমেয়ে অবাধ মেলামেশা করছে, এই প্রশ্ন তুলে তাদের হেনস্থা করা হয়। নির্যাতিতদের দাবি, তারা কফি খেতে খেতে গল্প করছিলেন মাত্র। জনসমক্ষে কোনও অশ্লীল আচরণ করেননি। তবুও রেয়াত করা হয়নি।

এরই প্রতিবাদে দোসরা নভেম্বর পালিত হবে চুম্বন দিবস। প্রেমিক-প্রেমিকারা দলে দলে জড়ো হবে সমুদ্রের ধারে। তার পর তারা ঠোঁটে ঠোঁট লাগিয়ে পরস্পরকে চুম্বন করবে। গভীরভাবে। উদ্যোক্তাদের তরফে এস রাহুল বলেন, "আমরা আশা করছি, ১০ হাজার যুগল এতে অংশ নেবে। যে কতক্ষণ বেশি চুম্বন করতে পারে, তার ভিত্তিতে পুরস্কারও দেব আমরা।"

পুলিশ জানিয়েছে, শালীনতার সীমা অতিক্রম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

English summary
Couples will kiss en masse in protest against harassment by fundamentalists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X