For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে মোদীর সমালোচনা করতে গিয়ে মুখ ফসকে একি বললেন দিগ্বিজয় সিং?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ অগাস্ট : ভুলভাল বক্তব্য রেখে বিতর্ক তৈরি করে খবরে থাকা কোনও নতুন বিষয় নয় বরিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের কাছে। এর আগে এই কাজ তিনি বহুবার করেছেন। এবার সেই পথেই হাঁটলেন তিনি। [হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?]

কাশ্মীর নিয়ে কেন্দ্র ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে সেটিকে 'ভারত অধীকৃত কাশ্মীর' বলে বসলেন তিনি। বালুচিস্তান নিয়ে সম্প্রতি নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমালোচনা করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, মোদী পাক অধীকৃত কাশ্মীর নিয়ে বেশি চিন্তিত। তিনি বালুচিস্তানকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু তিনি ভারতের কাশ্মীর বসবাসকারীদের সঙ্গে কথা বলায় আগ্রহী নন। [কাশ্মীরে অশান্তির জন্য দায়ী জওহরলাল নেহেরু!]

কাশ্মীর নিয়ে মুখ ফসকে একি বললেন দিগ্বিজয় সিং?

এরপরই বিতর্কিত মন্তব্য করে দিগ্বিজয়ের বক্তব্য, পাক অধীকৃত কাশ্মীর হোক অথবা ভারত অধীকৃত কাশ্মীর, আলোচনার মাধ্যমেই মানুষের ভরসা অর্জন করা যেতে পারে। তাঁর মতে, প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য পরিস্থিতিতে আরও খারাপ করে দিতে পারে। [মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

তবে যেই সাংবাদিকরা ভারত অধীকৃত কাশ্মীর বক্তব্য নিয়ে প্রশ্ন করেন, তখনই কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। বলেন, মোদী ভারতের কাশ্মীর নিয়ে নয়, পাকিস্তানের কাশ্মীর নিয়ে বেশি চিন্তিত। [কাশ্মীরে অশান্তির জন্য হাওয়ালার মাধ্যমে ১০০ কোটি টাকা পাঠিয়েছে পাকিস্তান]

যদিও দিগ্বিজয়ের বক্তব্যের পরই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালা জানান, দিগ্বিজয়ের বক্তব্যকে নিয়ে বিতর্ক তৈরি করা উচিত নয়। জম্মু ও কাশ্মীর সবসময়ই ভারতের অংশ ছিল এবং থাকবে।

এর আগে নিজের অসম প্রেম নিয়ে যেমন বিতর্কে পড়েছেন দিগ্বিজয় সিং, তেমনই কিছুদিন আগে বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েকের সঙ্গে একমঞ্চে উঠেও বিতর্ক বাঁধান তিনি। তাঁর রেশ কাটতে না কাটতেই ফের নয়া বিতর্ক উসকে দিলেন তিনি।

English summary
Congress leader Digvijay Singh calls it ‘India occupied Kashmir’, retracts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X