For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশের 'সমাজবাদী পার্টি'-র সঙ্গে জোট ঘোষণা কংগ্রেসের

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করছে কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে একথা ঘোষণা করা হল।

Google Oneindia Bengali News

লখনউ, ১৭ জানুয়ারি : উত্তরপ্রদেশ নির্বাচনের আগে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করছে কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে একথা ঘোষণা করা হল।[উনি আমার বাবা, কিন্তু এই লড়াইটা জরুরী ছিল, বললেন অখিলেশ ]

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ মিডিয়াকে জানান, "উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট হচ্ছে।" আগামী দিনে রাজনৈতিক দলগুলির মহাজোট নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন গুলাম নবি।[উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী?]

 উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশের 'সমাজবাদী পার্টি'-র সঙ্গে জোট ঘোষণা কংগ্রেসের

এদিন পাশাপাশি গুলাম নবি এও জানিয়েছেন, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উভয় দলই অখিলেশের নেতৃত্বে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ছে। সেই কারণেই, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শিলা দীক্ষিত এই প্রচার থেকে নিজেকে তুলে নিয়ছেন। শীলা দীক্ষিত জানিয়েছেন, নির্বাচনে দুই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকতে পারে না, তা তিনি নিজেকে মর্যাদার সঙ্গে সরিয় নিচ্ছেন।[উত্তরপ্রদেশে নির্বাচন৭ দফায়, মণিপুর ২ দফায়, বাকি ৩ রাজ্যে ১ দফায়, পাঁচ রাজ্যের ভোটগণনা ১১ মার্চ]

নির্বাচন কমিশন সমাজবাদী পার্টির চিহ্ন সাইকেল-এর দায়িত্ব অখিলেশ যাদবের হাতে তুলে দেওয়ার পরই কংগ্রেসের জোটের ঘোষণা। আসলে একের পর এক রাজ্যে ভরাডুবির পর কংগ্রেসের আভ্যন্তরীন মূল্যায়ণও বলছে একা লড়ে আশানুরূপ ফল করতে পারবে না কংগ্রেস। তাই সেক্ষেত্রে শাসক দল কংগ্রেসের সঙ্গে লড়াইটাই সেরা বিকল্প বলে মনে করেছে কংগ্রেস।[লখনউয়ে পরিবর্তন সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর উল্লেখযোগ্য উক্তি!]

অন্যদিকে যাদব পরিবারের অন্তর্দ্বন্দ্বের জেরে সমাজবাদী পার্টির ভোটবাক্সেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দলেরই একটা বড় অংশ। সেক্ষেত্রে মায়াবতী বা বিজেপির মতো শক্তিশালী দলকে টেক্কা দিতে কংগ্রেসের হাত ধরলে লড়াইটা অনেক সহজ হবে অখিলেশের ক্ষেত্রে। মনে করা হচ্ছে জোটের ফলে ৭৫-৮০ টি আসন কংগ্রেসকে ছাড়তে পারে সপা। তবে আসন নিয়ে এখনও রফা সূত্রে পৌছয়নি সপা ও কংগ্রেস।

English summary
Congress confirms alliance with Akhilesh's Samajwadi Party for UP elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X