For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক যুগ আগে ভারতে আসা পাকিস্তানি মহিলা লড়ছেন অস্তিত্বের লড়াই

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : সেই ২০০৩ সালে পাকিস্তান ছেড়ে ভারতে আসেন তাহিরা হজুর (৩৩)। সেই থেকে এদেশেই রয়েছেন। বিয়ে করেছেন এদেশেরই নাগরিক মকবুল আহমেদকে (৪৫)। এক যুগ হল বিয়ে হয়েছে, সন্তান রয়েছে তিনটি। স্বামী, সন্তান সকলেই এদেশের নাগরিক তবে তিনি নন। [শাহিদ আফ্রিদির সঙ্গে সেক্স করেছি আমি' নয়া ঝড় ভারতীয় অভিনেত্রীর]

বস্তুত এই মুহূর্তে কোনও দেশের নাগরিকই নন তাহিরা। পাকিস্তানের ফৈজলাবাদের বাসিন্দা তাহিরা ২০০৩ সালে ভারত-পাকিস্তান সীমান্ত উন্মুক্ত হওয়ার পরে এদেশে আসা প্রথম মহিলা যিনি কোনও ভারতীয়কে বিয়ে করেছেন। [পাকিস্তানে ১৩ বছর আটকে ভারতীয় মেয়ে, প্রয়োজন একজন 'বজরঙ্গী ভাইজান'-এর]

এক যুগ আগে ভারতে আসা পাকিস্তানি মহিলা লড়ছেন অস্তিত্বের লড়াই

তিনি জানিয়েছেন, ২০১১ সালে গুরুদাসপুরের ডেপুটি কমিশনারের কাছে তিনি প্রথমবার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন। এরপরে পাকিস্তানি নাগরিকত্বের পরিচয় দিয়ে তিনি ফের ২০১৩ সালে আবেদন জানান। ['বজরঙ্গী ভাইজান'-এর আসল শ্যুটিং স্পটে যেতে পারেন আপনিও]

তবুও এখনও পর্যন্ত সরকারি তরফে কোনও সাড়া আসেনি। যা নিয়ে হতাশ তাহিরা। নিয়ম হল, ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে এখানকার নাগরিককে বিবাহ করতে হবে। সেই নাগরিক সাত বা বেশি বছর ধরে এদেশের বাসিন্দা হলে তবেই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়। [করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]

তাহিরা জানান, পাঞ্জাব সরকারের তরফে এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এবিষয়ে তদ্বির করা হলেও তিনি এখনও নাগরিকত্ব পাননি। ফলে পাকিস্তানে যাওয়ার সাময়িক ভিসাও পাওয়া হয়নি তাঁর। ['শান্তিতে বাঁচতে' পাক অধিকৃত কাশ্মীরবাসী ভারতের নাগরিক হতে চাইছেন!]

English summary
Citizenship woes continue for Pak woman who married an Indian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X