For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে CISF কনস্টেবলের গুলিতে প্রাণ গেল ৪ জনের!

বৃহস্পতিবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা CISF জওয়ানের গুলিতে ঔরঙ্গাবাদে প্রাণ গেল ৪ সহকর্মীর। কেন আচমকা সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালালেন ওই জওয়ান তা এখনও স্পষ্ট নয়।

Google Oneindia Bengali News

পাটনা, ১২ জানুয়ারি : বৃহস্পতিবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা CISF জওয়ানের গুলিতে ঔরঙ্গাবাদে প্রাণ গেল ৪ সহকর্মীর। কেন আচমকা সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালালেন ওই জওয়ান তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর অনুযায়ী, বিহারের ঔরঙ্গাবাদে এই ঘটনা ঘটে। এক CISF কনস্টেবল আচমকাই গুলি চালাতে শুরু করে। সামনেই আরও চার জওয়ান ছিলেন। দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাদেরও মৃত্যু হয়।

বিহারে CISF কনস্টেবলের গুলিতে প্রাণ গেল ৪ জনের!

সূত্রের খবর অনুযায়ী, মৃতরা হলেন, হেড কনস্টেবল বাচ্চা শর্মা, অমরনাথ মিশ্র, অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর জিএস রাম এবং হাবিলদার অরবিন্দ রাম।

CISF সূত্রের খবর, সম্প্রতি ছুটি চেয়ে ছুটি না পাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই কনস্টেবল। মানসিক অসুস্থতার জেরে এই কাজ তিনি করতে পারেন বলে অনেকে মনে করছেন।

বৃহস্পতিবার দুপুর ১২.১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার সত্যপ্রকাশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল তা জানার সবরকম চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।

English summary
CISF constable opens fire, kills four colleagues in Bihar’s Aurangabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X